পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়িতে সিবিআই হানা - নিয়োগ দুর্নীতি মামলা

WB Recruitment Scam: বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই হানা ৷

Etv Bharat
তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়িতে সিবিআই হানা

By ETV Bharat Bangla Team

Published : Nov 30, 2023, 9:39 AM IST

Updated : Nov 30, 2023, 10:06 AM IST

পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্যর বাড়িতে সিবিআই হানা

কলকাতা, 30 নভেম্বর: রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় এবার পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে সিবিআই হানা ৷ বৃহস্পতিবার সকালে পাটুলি থানা এলাকায় 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্যর বাড়ি ছাড়াও কোচবিহার মুর্শিদাবাদ-সহ একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই ৷

জানা গিয়েছে, এদিন সকালে পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্যর বাড়ির সদর দরজার বেল বাজান তদন্তকারীরা। দীর্ঘক্ষণ ডাকাডাকির প্রায় 18 মিনিট পর তদন্তকারীরা বাড়ির ভিতরে প্রবেশ করেন। সঙ্গে রয়েছেকেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ৷

সিবিআই সূত্রে খবর, রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে উঠে আসে বাপ্পাদিত্য দাশগুপ্তের নাম । পাশাপাশি তিনি পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ একজন কাউন্সিলর হিসেবেও পরিচিত। বর্তমানে নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যা ৷ বর্তমানে প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা বাপ্পাদিত্যের নাম পেয়েছেন বলে জানা গিয়েছে।

এছাড়াও পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বাপ্পাদিতের সম্পর্ক কি রকম, নিয়োগ দুর্নীতি মামলায় তিনি কীভাবে যুক্ত এবং নিয়োগ দুর্নীতি মামলায় তিনি কী কী তথ্য জানেন, সেই সব প্রশ্নের উত্তর জানতেই এদিন পাটুলিতে বাপ্পাদিত্যের বাড়িতে হানা দেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানে তল্লাশি অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা।

ইতিমধ্যে একাধিকবার জামিনের আবেদন করেছেন পার্থ। সম্প্রতি দিল্লি থেকে পার্থ-র হয়ে সওয়াল করতে এসেছিলেন ইডিরই এক প্রাক্তন আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ পাওয়া যায়নি। দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। তাই তাঁকে জামিন দেওয়া হোক। হাইকোর্টেও একই আর্জি নিয়ে মামলা করেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:

1. বিধানসভার অন্দরে বেনজির পরিস্থিতি, তৃণমূল-বিজেপি মুখোমুখি বিক্ষোভে উত্তেজনা

2.কোটায় বাংলা-পডুয়ার মৃ্ত্যুর ঘটনায় কোচিং সেন্টারকে নোটিশ জেলা প্রশাসকের

3.মোবাইল কেড়ে নেওয়ার জের, স্কুলের বৃদ্ধ কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে

Last Updated : Nov 30, 2023, 10:06 AM IST

ABOUT THE AUTHOR

...view details