কলকাতা, 24 ফেব্রুয়ারি : রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যসহ সমস্ত নথিপত্র ঘেঁটে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকরা । সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন রুজিরা বন্দ্যোপাধ্যায় আদতে কোন দেশের বাসিন্দা । কোন কোন দেশে তাঁর নাগরিকত্ব রয়েছে ? তাঁর ক'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ? সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে কীভাবে, কত টাকা ঢুকত ? তদন্তকারী আধিকারিকরা এই সমস্ত বিষয়গুলিই খতিয়ে দেখতে চাইছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে ।
সিবিআই সূত্রে খবর, যদি রুজিরা বন্দ্যোপাধ্যায় এই অ্যাক্যাউন্টগুলি সম্পর্কে ওয়াকিবহাল হন, তাহলে অবশ্যই তিনি নিশ্চিতভাবে জানবেন কোন খাতে, কোন টাকা, কোন কোন মাসে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকত । তাছাড়াও রুজিরা বন্দ্যোপাধ্যায় কোনও সংস্থার সঙ্গে যুক্ত কিনা, যদি তিনি যুক্ত থাকেন তাহলে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও গোয়েন্দারা নিজেদের হাতে পেতে চাইছেন।