পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রুজিরার ব্যাঙ্কের তথ্য দেখতে চায় সিবিআই - অভিষেকের বাড়িতে সিবিআই

কোন কোন দেশে তাঁর নাগরিকত্ব রয়েছে ? তাঁর ক'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ? এই সব যাবতীয় তথ্য খতিয়ে দেখতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।

রুজিরা বন্দ্যোপাধ্যায়
রুজিরা বন্দ্যোপাধ্যায়

By

Published : Feb 24, 2021, 7:39 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি : রুজিরা বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যসহ সমস্ত নথিপত্র ঘেঁটে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকরা । সূত্রের খবর, সিবিআই আধিকারিকরা জানতে চাইছেন রুজিরা বন্দ্যোপাধ্যায় আদতে কোন দেশের বাসিন্দা । কোন কোন দেশে তাঁর নাগরিকত্ব রয়েছে ? তাঁর ক'টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ? সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে কীভাবে, কত টাকা ঢুকত ? তদন্তকারী আধিকারিকরা এই সমস্ত বিষয়গুলিই খতিয়ে দেখতে চাইছেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে ।

সিবিআই সূত্রে খবর, যদি রুজিরা বন্দ্যোপাধ্যায় এই অ্যাক্যাউন্টগুলি সম্পর্কে ওয়াকিবহাল হন, তাহলে অবশ্যই তিনি নিশ্চিতভাবে জানবেন কোন খাতে, কোন টাকা, কোন কোন মাসে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকত । তাছাড়াও রুজিরা বন্দ্যোপাধ্যায় কোনও সংস্থার সঙ্গে যুক্ত কিনা, যদি তিনি যুক্ত থাকেন তাহলে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্যও গোয়েন্দারা নিজেদের হাতে পেতে চাইছেন।

আরও পড়ুন :আগামীকাল সিবিআইয়ের সঙ্গে দেখা করবেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য 21 ফেব্রুয়ারি কয়লাপাচার কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও শ্যালিকা মেনকা গম্ভীরকে নোটিস পাঠিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা । এই নোটিসের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা ও শ্যালিকা মেনকাকে জিজ্ঞাসাবাদও করেছেন তদন্তকারী আধিকারিকরা ।

ABOUT THE AUTHOR

...view details