কলকাতা, 8 মার্চ : রাজ্যে কয়লাকাণ্ডে ধৃত বামাপদ দে'র জবানবন্দি রেকর্ড করা হবে বলে সিবিআই সূত্রের খবর । তার কাছ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গোয়েন্দারা । ফলে এক্ষেত্রে বামাপদের জবানবন্দি রেকর্ড করে এই তদন্তে অনেকটাই অগ্রগতি হবে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ।
এই বিষয়ে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে তার জবানবন্দি রেকর্ড করানোর ব্যবস্থা করবে সিবিআই । তবে কেন আচমকা আদালতে জবানবন্দি রেকর্ড করার সিদ্ধান্ত নিল সিবিআই ? এই বিষয়ে ইতিমধ্যেই রহস্যের দানা বেঁধেছে । সিবিআই সূত্রের খবর, কয়লাকাণ্ডে ধৃত বামাপদের কাছ থেকে লাগাতার জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য পেয়েছেন গোয়েন্দারা । পাশাপাশি তার কাছ থেকে উদ্ধার হওয়া একাধিক নথিপত্র এবং তাকে জেরা করে একাধিক গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছেন তাঁরা । ফলে এই বিষয়ে তার জবানবন্দি রেকর্ড করা অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে ।