কলকাতা, 20 সেপ্টেম্বর:আপাতত স্বস্তি সিবিআই আধিকারিক উমেশ কুমারের (CBI Officer Umesh Kumar) । কয়লাপাচার কাণ্ডে (Coal Smuggling Case) সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমার তদন্ত করতে পারে, তাতে বাধা নেই জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । আপাতত তাঁর বিরুদ্ধে অভিযোগের উপর স্থগিতাদেশের মেয়াদ বাড়ালেন বিচারপতি বিবেক চৌধুরী ।
ডায়মন্ডহারবারের বিষ্ণুপুর থানায় সিবিআইয়ের প্রধান তদন্তকারী আধিকারিক উমেশ কুমারের বিরুদ্ধে এফআইআর করেন জনৈক হাইবার আখান নামে এক ব্যক্তি । তাঁর অভিযোগ, সাক্ষী হিসেবে নোটিশ দিয়ে তাঁকে ডেকে পাঠানো হয় নিজাম প্যালেসে । সেখানে জিজ্ঞাসাবাদের নামে তাঁকে হুমকি দেন উমেশ-সহ অন্যান্য সিবিআই আধিকারিক ।