পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI Officer Transfer: কলকাতা থেকে দিল্লিতে বদলি সিবিআই দুর্নীতি দমন শাখার আধিকারিকের

কলকাতা থেকে দিল্লিতে বদলি করা হয়েছে সিবিআই দুর্নীতি দমন শাখার প্রধান জয়দেবনকে ৷ তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পঙ্কজকুমার সিং ৷

ETV Bharat
ফাইল ছবি

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 6:01 PM IST

কলকাতা, 7 নভেম্বর: সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার কলকাতার দফতরের অন্দরে বড় ধরনের রদ বদল হল । সিবিআই সূত্রের খবর, কলকাতা থেকে দিল্লিতে পাঠিয়ে দেওয়া হয়েছে এখানকার দুর্নীতিদমন শাখার প্রধান জয়দেবনকে । তাঁর জায়গায় আনা হয়েছে পঙ্কজকুমার সিংকে । তিনি ডিআইজি পদমর্যাদার একজন অফিসার বলে খবর । রাজ্যের বহু মামলার তদন্তভার বর্তমানে রয়েছে সিবিআই-এর কাঁধে ৷ বিভিন্ন তদন্তের গতি ক্রমে বাড়াচ্ছেন সিবিআই ৷ তারই মাঝে এই অফিসারকে বদলির ঘটনা বিশেষ তাৎপর্য বলে মনে করা হচ্ছে ৷

নিজাম প্যালেসে রয়েছে সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ বা দুর্নীতি দমন শাখার দফতর ৷ বেশ কয়েক বছর ধরে রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন দুর্নীতির তদন্ত করছে সিবিআই । রাজ্যে কয়লা পাচার থেকে শুরু করে গরু পাচার, শিক্ষা এবং পৌরনিয়োগ দুর্নীতি মামলাতেও সিবিআই এর হাতে গুরুত্বপূর্ণ তদন্তভার রয়েছে ।

আগামী সোমবার নতুন দায়িত্ব গ্রহণ করতে পারেন পঙ্কজকুমার সিং ৷ নিজাম প্যালেস সূত্রে এমনই জানা গিয়েছে ৷ সিবিআই সূত্রের খবর ইতিমধ্যেই পঙ্কজকুমার কয়লা, গরু পাচার থেকে শুরু করে পৌরনিয়োগ দুর্নীতি মামলা এবং শিক্ষা দুর্নীতি মামলার যাবতীয় কেস ফাইল চেয়ে পাঠিয়েছেন । তিনি কলকাতায় সোমবার কাজে যোগদান করার পর সিবিআইয়ের অন্যান্য আধিকারিকদের সঙ্গেও কথা বলবেন । কীভাবে এই দুর্নীতি দমন শাখাকে আরও উন্নত করা যায় এবং তদন্তের কাজে গতি আনা যায় সেই বিষয় তিনি আরও জোর দিতে পারেন ৷

আরও পড়ুন: চকলেটের লোভ দেখিয়ে 4 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে খুন ! অভিযুক্ত প্রতিবেশী যুবক

ইতিমধ্যেই গরু পাচার থেকে শুরু করে পৌরনিয়োগ দুর্নীতি মামলায় বিভিন্ন প্রভাবশালীদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ তাঁদের বয়ানও রেকর্ড করা হয়েছে ৷ মাঝে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছিল সিবিআইয়ের তদন্তের গতি থমকে আছে । তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের রাজ্যে বিভিন্ন দুর্নীতি মামলায় নতুন করে ময়দানে নেমেছে সিবিআই ।

ABOUT THE AUTHOR

...view details