কলকাতা, 31 মার্চ: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে নিযুক্ত সিবিআই অফিসার ধর্মবীর সিং স্বেচ্ছাবসর নিতে চান তদন্ত থেকে ৷ সেই অনুমতির জন্য শুক্রবার আদালতের কাছে আর্জি জানালেন সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । প্রাথমিক শিক্ষক নিয়োগ-সহ সমস্ত শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে ।
তাঁর নির্দেশে সিবিআইয়ের একটি সিট বা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তদন্তের কাজে নিযুক্ত রয়েছে ৷ সিটের সদস্যরা অন্য কোনও মামলার তদন্তের সঙ্গে যুক্ত নয় । সিবিআইয়ের এসপি পদমর্যাদার অফিসার ধর্মবীর প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে যুক্ত ছিলেন বলে এদিন আদালতে জানান সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়টি বিবেচনা করার আশ্বাস দিয়েছেন । পাশাপাশি তদন্তের কাজে বেশি করে বাঙালি অফিসারদের নিয়োগ করা যায় কি না, সেই বিষয়েও তিনি ভাবছেন বলে এদিন জানান বিচারপতি ।
উল্লেখ্য, প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো বার্তা ছড়িয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির বিষয়ে টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে অভিযোগ তোলেন । সেখানে ‘সৎ রঞ্জন’ নামে এক ব্যক্তির কথাও উল্লেখ করেছিলেন তিনি । তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁকে এজলাসে ডেকে তাঁর পরমর্শ মতোই শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত করার জন্য সিবিআইকে স্পেশাল টিম গঠন করার নির্দেশ দিয়েছিলেন ।