কলকাতা, 14 ডিসেম্বর:সিবিআই হেফাজতে লালন শেখের মৃত্যুর (Lalan Sheikh Death Case) বিচারবিভাগীয় তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে (CBI moves to Calcutta High Court)৷ সেই মামলার দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হলেও, মামলার শুনানি করা হবে আগামিকাল ৷ বুধবার এ কথা জানালেন প্রধান বিচারপতি । অন্যদিকে, সিবিআই হেফাজতে বগটুই কাণ্ডের (Bogtui Case) মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর ঘটনায় এ বার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছে সিবিআই ।
এই নিয়ে রাজ্য পুলিশের এফআইআর-কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এফআইআর-এ নাম রয়েছে সিবিআই-এর ডিআইজি, এসপি, তদন্তকারী আধিকারিক-সহ সাতজনের । এই মামলায় বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করেছে সিবিআই । মামলার আজই শুনানির আবেদন জানান সিবিআইয়ের আইনজীবী । তাঁর দাবি, এটা আত্মহত্যার ঘটনা ।