পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজীবের বাড়িতে CBI, আজ তলব - KOLKATA

রাজীব কুমারের পার্কস্ট্রিটের বাড়িতে গেল CBI-এর একটি দল । রক্ষাকবচ উঠতেই তৎপর হয়ে উঠেছে CBI ।

রাজীব কুমার

By

Published : Sep 13, 2019, 5:12 PM IST

Updated : Sep 14, 2019, 9:46 AM IST

কলকাতা, 13 সেপ্টেম্বর : রক্ষাকবচ উঠতেই তৎপর CBI । বিকেলের দিকে রাজীব কুমারের পার্কস্ট্রিটের বাড়িতে যায় CBI-এর একটি দল । তবে বাড়িতে ছিলেন না রাজীব কুমার । আজ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে ।

গতকাল বিকেলে CBI আধিকারিক ব্রতীন ঘোষালের নেতৃত্বে একটি দল পার্কস্ট্রিটে রাজীব কুমারের বাড়িতে যায় । কিন্তু, সেখানে গিয়ে দেখা যায় তিনি বাড়িতে নেই ।

এদিকে, গতকালই রাজীব কুমারের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট । সেই সঙ্গে তাঁকে CBI-র সঙ্গে সবরকম সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয় । তবে উপযুক্ত কারণ ছাড়া কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাঁকে গ্রেপ্তার করতে পারবে না বলেও জানিয়ে দেয় হাইকোর্ট ৷ CBI তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য যে সমন পাঠিয়েছিল তাতে সুরক্ষা চেয়ে হাইকোর্টে গিয়েছিলেন রাজীব কুমার । সেই আবেদনও খারিজ করে দেওয়া হয় ।

রাজীবের বাড়িতে CBI

এর আগে রাজীব কুমারের আবেদনের ভিত্তিতে 30 মে হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে বিচারপতি প্রতীক প্রকাশ ব্যানার্জি নির্দেশ দেন, আগামী একমাস অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারবে না CBI । তবে সারদা চিটফান্ড মামলার তদন্তে CBI-এর সঙ্গে রাজীব কুমারকে পূর্ণ সহযোগিতা করতে হবে । হাইকোর্ট আরও জানায়, ইতিমধ্যে তিনি কলকাতার বাইরে যেতে পারবেন না । পাসপোর্ট CBI অফিসে জমা রাখতে হবে । প্রতিদিন CBI অফিসারের সামনে হাজিরা দিতে হবে ৷ কলকাতার একটি স্থায়ী ঠিকানায় থাকতে হবে । সেই ঠিকানা CBI -কে জানাতে হবে । CBI-এর একজন অফিসার প্রতিদিন বিকেলে তাঁর বাড়িতে গিয়ে হাজিরা নিয়ে আসবেন ।

এই সংক্রান্ত খবর : রাজীব কুমারের সুরক্ষাকবচ রইল না, বাধা নেই গ্রেপ্তারিতে

Last Updated : Sep 14, 2019, 9:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details