কলকাতা, 14 সেপ্টেম্বর : ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনার তদন্তে এবার প্রভাবশালীদের নোটিস পাঠানো হতে পারে ৷ এমনই পরিকল্পনা সিবিআই (CBI) করছে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷ ওই সূত্র জানিয়েছে, সিবিআই ইতিমধ্যে প্রভাবশালীদের নামের তালিকা তৈরি করছে ৷ তার পর তাঁদের কাছে নোটিস পাঠানো হবে ৷ জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে ওই প্রভাবশালীদের ৷
প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে এর আগে পুরো পরিস্থিতি খতিয়ে দেখে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) ৷ কমিশনের তরফে আদালতে যে রিপোর্ট পেশ করা হয়েছিল, সেই তালিকায় তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একাধিক হেভিওয়েট নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকারের একাধিক মন্ত্রীর নাম ছিল ৷ সিবিআই প্রভাবশালী হিসেবে তাঁদের কাউকে কাউকে জেরায় ডাকতে পারে বলে ওই সূত্র মারফত জানা গিয়েছে ৷