পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Manik Bhattacharya: মানিক কাদের থেকে 'ঘুষ' নিয়েছিলেন ? তালিকা তৈরি করছে সিবিআই - CBI Manik Bhattacharya Update

মানিক ভট্টাচার্য এখন ইডি হেফাজতে ৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছে ৷ তিনি কাদের থেকে 'ঘুষ' নিয়ে চাকরি দিয়েছেন, সেই কাজ শুরু করেছে সিবিআই (CBI over Manik Bhattacharya) ৷

Manik Bhattacharya
ETV Bharat

By

Published : Oct 13, 2022, 11:29 AM IST

Updated : Oct 13, 2022, 11:45 AM IST

কলকাতা, 13 অক্টোবর: মানিক ভট্টাচার্য ঠিক কার কার নির্দেশে কোন কোন প্রার্থীদের 'ঘুষের বিনিময়ে চাকরি' পাইয়ে দিয়েছিলেন, তা জানার জন্য একটি বিশেষ তালিকা তৈরি করছে সিবিআই । এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (CBI collects documents over Manik Bhattacharya SSC Recruitment Scam) ।

শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির সঙ্গে সমান্তরাল তদন্ত করছে সিবিআইও । তাই মানিক ভট্টাচার্য কাদের কাদের চাকরি দিয়েছিলেন ? তাঁরা এখন কোন কোন স্কুলে কর্মরত এবং তাঁরা কত টাকা দিয়ে মানিক ভট্টাচার্যের কাছ থেকে চাকরি আদায় করেছিলেন- এসবের একটি বিস্তারিত তালিকা তৈরি করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ।

আরও পড়ুন: ‘কিছু জানি না’, ইডি’র প্রশ্নে একই উত্তর মানিকের

ইতিমধ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায়ের বয়ান এবং দু'জন এজেন্ট প্রসন্ন রায় এবং প্রদীপ কুমার সিংকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পেয়েছেন, সেই তথ্য সামনে রেখে মানিক ভট্টাচার্যকে বুধবার রাতে জিজ্ঞাসাবাদ করেন ইডির তদন্তকারী গোয়েন্দারা । তবে সূত্রের দাবি, মানিক ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন প্রসন্ন রায় এবং প্রদীপ কুমার সিং নামে কাউকে তিনি চেনেন না । কলকাতা হাইকোর্টে বেশ কিছু ওএমআর শিট জমা দিয়েছে সিবিআই । গাজিয়াবাদ থেকে সেই ওএমআর শিটগুলি উদ্ধার করেছে সিবিআই । সিবিআইয়ের অভিযোগ, সাদা খাতা জমা দিয়ে যাঁরা চাকরি পেয়েছিলেন, এই ওএমআর শিটগুলি তাঁদের ।

মঙ্গলবার টানা জিজ্ঞাসাবাদের পর রাত একটা নাগাদ মানিককে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা । বুধবার তাঁর স্বাস্থ্য পরীক্ষাও হয় । জোকা ইএসআই হাসপাতাল কর্তৃপক্ষ ইডির গোয়েন্দাদের জানিয়েছেন, মানিক ভট্টাচার্য শারীরিকভাবে একেবারে সুস্থ । শুধু তিনি যে সব ওষুধ খান, সেগুলি তাঁকে নিয়মিত খাওয়াতে হবে ।

আরও পড়ুন: মানিক ভট্টাচার্যকে 14 দিনের ইডি হেফাজতের নির্দেশ ব্যাঙ্কশাল আদালতের

Last Updated : Oct 13, 2022, 11:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details