পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কয়লা পাচারে লালাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেও ব্যাকফুটে সিবিআই

উচ্চ আদালতে গিয়ে অনুপ মাজিকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানালেও , আদালতে লালার আইনজীবীরা দাবি করতেই পারেন যে রক্ষাকবচ চলাকালীন অনুপ মাজি একাধিকবার সিবিআই তদন্তের সাহায্য করেছে এবং হাজিরা দিয়েছে । এমনটাই অনুমান করছেন সিবিআই আধিকারিকরা ৷

West Bengal Assembly Election 2021
ছবি

By

Published : Apr 12, 2021, 5:30 PM IST

কলকাতা, 12 এপ্রিল : কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত লালা এবং একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ কিন্তু তাদের বয়ান রেকর্ড এবং নথিভুক্ত করার পর এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসতে পারছে না সিবিআই । কয়লা পাচার কাণ্ডের কিংপিন অনুপ মাঝি ওরফে লালার একাধিকবার একাধিক বয়ান এবং বয়ানের হেরফেরের ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের।

সিবিআই সূত্রের খবর, প্রথমত নিজেকে কয়লা মাফিয়া বলে মানতে নারাজ অনুপ মাজি ওরফে লালা । পাশাপাশি এখনও পর্যন্ত সিবিআই তার মুখ থেকে কোনও উচ্চপদস্থ আধিকারিক এবং প্রভাবশালী ব্যক্তির নাম সরাসরি ভাবে বলাতে পারেননি । তাছাড়াও কোন টাকা কোন খাতে কার কাছে গিয়েছিল, সেই ব্যাপারে একাধিকবার একাধিক বয়ান অদল বদল করেছেন অনুপ মাঝি ওরফে লালা । এমনটাই সিবিআই সূত্রের খবর ।

আরও পড়ুন : রক্ষাকবচের মেয়াদ বাড়তেই লালাকে তলব সিবিআইয়ের

পাশাপাশি 13 এপ্রিল সুপ্রিমকোর্টের দেওয়া রক্ষাকবচ শেষ হয়ে যাচ্ছে অনুপ মাঝির । আজ সিবিআই দফতরে হাজিরা দেন অনুপ মাজি । আজও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । এক্ষেত্রে সিবিআইয়ের অনুমান , এরপরে উচ্চ আদালতে গিয়ে অনুপ মাজিকে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানালেও , আদালতে লালার আইনজীবীরা দাবি করতেই পারেন যে রক্ষাকবচ চলাকালীন অনুপ মাজি একাধিকবার সিবিআই তদন্তের সাহায্য করেছে এবং হাজিরা দিয়েছে । ফলে এক্ষেত্রে রক্ষাকবচের বাড়তি সময় আদায় করে নিতে পারে অনুপ মাজি । ফলে এবার সিবিআইয়ের তরফ থেকে আগাম তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার ইচ্ছা প্রকাশ করা হবে বলে সূত্রের খবর ।

ABOUT THE AUTHOR

...view details