কলকাতা, 12 এপ্রিল : কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে এখনও পর্যন্ত লালা এবং একাধিক উচ্চপদস্থ সরকারি আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই ৷ কিন্তু তাদের বয়ান রেকর্ড এবং নথিভুক্ত করার পর এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্তে আসতে পারছে না সিবিআই । কয়লা পাচার কাণ্ডের কিংপিন অনুপ মাঝি ওরফে লালার একাধিকবার একাধিক বয়ান এবং বয়ানের হেরফেরের ফলে কিছুটা বেগ পেতে হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের।
সিবিআই সূত্রের খবর, প্রথমত নিজেকে কয়লা মাফিয়া বলে মানতে নারাজ অনুপ মাজি ওরফে লালা । পাশাপাশি এখনও পর্যন্ত সিবিআই তার মুখ থেকে কোনও উচ্চপদস্থ আধিকারিক এবং প্রভাবশালী ব্যক্তির নাম সরাসরি ভাবে বলাতে পারেননি । তাছাড়াও কোন টাকা কোন খাতে কার কাছে গিয়েছিল, সেই ব্যাপারে একাধিকবার একাধিক বয়ান অদল বদল করেছেন অনুপ মাঝি ওরফে লালা । এমনটাই সিবিআই সূত্রের খবর ।