কলকাতা, 6 ডিসেম্বর: এসএসসি গ্রুপ-সি ও গ্রুপ-ডি’র বেআইনি নিয়োগ মামলায় চাকরি পেয়েছেন এমন 50 জনকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই (CBI Interrogates 50 People in SSC Recruitment Case) ৷ এদিন সকালে ওই 50 জন নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হন ৷ সিবিআই সূত্রে খবর, তাঁদের প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ তাঁদের সকলের বয়ান নথিভুক্ত করা হচ্ছে বলে নিজাম প্যালেস সূত্রে খবর। তবে, এদের মধ্যে সবাই চাকরি পেয়েছেন এমনটা নয় ৷ জানা গিয়েছে, চাকরির জন্য টাকা দিয়েছিলেন, এমন অনেককেই ডেকেছে সিবিআই ৷
সিবিআই সূত্রে খবর, মূলত কীভাবে তাঁরা চাকরি পেতে টাকা দিয়েছিলেন ? কতটা করে দিয়েছিলেন ? আর তার মধ্যে, কে কে ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন ? তা জানার চেষ্টা করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা সংস্থার আধিকারিকরা ৷ এছাড়াও, কোন ব্যক্তিকে তাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছেন ? সেখানে মিডলম্যান হিসেবে কারা কাজ করেছে ? সেই মিডলম্যানদের হদিশ কীভাবে পেলেন ? এই বেআইনি নিয়োগের সঙ্গে আর কারা কারা যুক্ত ? এসব তথ্য জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা ৷