কলকাতা,12 জানুয়ারি:শিক্ষা ক্ষেত্রে নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য হাতে এল সিবিআইয়ের । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে 325 জন চাকরিপ্রার্থীর কাছ থেকে 19 কোটি টাকা তুলেছেন হুগলির যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। এই কাণ্ডে ধৃত মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ বলে পরিচিত তাপস মণ্ডলের থেকে এই নেতার নাম সিবিআইয়ের গোয়েন্দারা জানতে পেরেছেন বলে সূত্রের খবর (CBI Interrogated Youth TMC Leader)। একটি সূত্রে আরও দাবি করা হয়েছে শুধু 19 কোটি নয়, তার থেকে অনেক বেশি টাকা তুলেছেন কুন্তল । এই অভিযোগ প্রসঙ্গে বুধবার নিজাম প্যালেসে ডাকা হল কুন্তলকে (Kuntal Ghosh was Interrogated by CBI in Nizam Palace) । দীর্ঘক্ষণ জেরার মুখোমুখি হলেন তিনি ।
হুগলির বলাগড়ের একটি বেসরকারি কলেজের মালিক কুন্তল । সেই সূত্রে শিক্ষা জগতের অনেকের সঙ্গেই তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ আছে । আর সেটাকে কাজে লাগিয়েই তিনি চাকরিপ্রার্থীদের থেকে টাকা তুলেছেন কিনা তা খতিয়ে দেখছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার একটি সূত্র থেকে জানা গিয়েছে, কুন্তলকে কয়েকটি নির্দিষ্ট প্রশ্ন করা হয় । তাঁর জবাবে তিনি এমন বেশ কিছু তথ্য দিয়েছেন যা কেন্দ্রীয় তদন্ত সংস্থার কাছে নতুন । তাছাড়া বেশ কিছু ব্যক্তির নামও উঠে এসেছে । নিয়োগ দুর্নীতির আরও গভীরে যেতে এই সমস্ত ব্যক্তিদের সঙ্গে কথা বলা দরকার বলে মনে করছেন গোয়েন্দারা । তবে জেরা সংক্রান্ত বিষয়ে প্রতিক্রিয়া দিতে চাননি কুন্তল ।