কলকাতা, 15 জুন : দক্ষিণ 24 পরগনায় শওকত মোল্লার অফিসে একাধিক কয়লা মাফিয়াদের সঙ্গে বৈঠক হয় রাজ্যের এক প্রভাবশালী ব্যক্তির । তদন্তে এই তথ্য উঠে আসার পরেই শওকত মোল্লাকে বুধবার তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের আধিকারিকরা (CBI interrogated Saokat Molla)। কিন্তু সিবিআই সূত্রের খবর, বেশিরভাগ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন শওকত মোল্লা । পাশাপাশি দক্ষিণ 24 পরগনার বিশেষ করে ক্যানিং পূর্বের একাধিক ইটভাটায় যে বেআইনিভাবে কয়লা জ্বালানির কাজে ব্যবহার হয়েছিল সেই সংক্রান্ত প্রশ্নের উত্তরে শওকত মোল্লা জানান, এই বিষয়ে আর কিছু জানা নেই । এমনটাই দাবি সিবিআইয়ের ।
বুধবার দীর্ঘ প্রায় সাড়ে 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় শওকত মোল্লাকে । সিবিআই সূত্রের খবর, এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ নিজাম প্যালেসের 15 তলায় আসেন শওকত মোল্লা । সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের একজন পুলিশ সুপার পদমর্যাদার অধিকারী ।