কলকাতা, 20 সেপ্টেম্বর: পার্থ চট্টোপাধ্যায়ের মতো মানস ভুঁইয়াকেও তাঁর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করলেন সিবিআই আধিকারিকরা। সোমবার সল্টলেক সিজিও কমপ্লেক্সে আইকোর মামলায় হাজিরা দেওয়ার কথা ছিল মানস ভুঁইয়ার। কিন্তু বিধানসভা এলাকায় জল জমে যাওয়ার কথা জানিয়ে যেতে পারবেন না বলে আগেই জানিয়েছিল জানিয়েছিলেন এই তৃণমূল নেতা ৷
সিবিআই সূত্রের খবর, মানস ভুঁইয়ার দফতরের সঙ্গে যোগাযোগ করা হয়। সিবিআই আধিকারিকরা জানান, পার্থ চট্টোপাধ্যায়ের মতোই মানসবাবুকেও তাঁর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চান তাঁরা। এর পরেই সিবিআইয়ের 3 আধিকারিক খাদ্যভবনে গিয়ে মানস ভুঁইয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জেরা করা হলেও এদিন তাঁর বয়ান রেকর্ড করা হয়নি বলে সিবিআই সূত্রের খবর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিবিআই আধিকারিকরা বেশ কিছু প্রশ্নের উত্তর পাননি বলে জানা গিয়েছে ৷ ফলে পরে প্রয়োজনে নোটিশ দিয়ে ঢাকা হতে পারে ৷
এর আগে রাজ্যের শিল্প ও বাণিজ্যমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও আইকোর চিটফান্ড মামলায় নিজাম প্যালেসে হাজিরার জন্য নোটিশ পাঠিয়েছিল সিবিআই ৷ কিন্তু নির্বাচনের কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে তিনিও হাজিরা এড়িয়ে গিয়েছিলেন ৷ তবে পার্থবাবু সিবিআইকে জানিয়েছিলেন, প্রয়োজনে সিবিআই আধিকারিকরা তাঁর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ এর পরেই সিবিআই আধিকারিকদের একটি দল মন্ত্রীর দফতরে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন ৷ জিজ্ঞাসাবাদের পর তদন্তে সবরকম সাহায্যের আশ্বাস দেন পার্থ চট্টোপাধ্যায় ৷
আরও পড়ুন:আইকোর মামলার তদন্তে সিবিআইকে সহযোগিতার আশ্বাস পার্থর
পার্থবাবু সিবিআইকে জানিয়েছিলেন, তৎকালীন সময়ে রাজ্যের তথ্যপ্রযুক্তি এবং শিল্প দফতরের মন্ত্রী ছিলেন ৷ সেই সূত্রেই একটি চিট ফান্ড সংস্থা (আইকোর) তাঁকে তাদের অনুষ্ঠানে আহ্বান জানিয়েছিল ৷ তিনিও রাজ্যের শিল্পমন্ত্রী হিসেবে কর্মসংস্থানের সুযোগের কথা ভেবে ওই অনুষ্ঠানে গিয়েছিলেন ৷ ওই সংস্থা সম্পর্কে তিনি কিছুই জানতেন না বলেও তদন্তকারি সংস্থার আধিকারিকদের জানিয়েছিলেন পার্থবাবু ৷ সিবিআই সূত্রে খবর, আইকোরের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানস ভুঁইয়া । আইকোর সংস্থার প্রধান অনুকূল মাইতির কাজের প্রশংসাও নাকি শোনা গিয়েছিল মানসের গলায় ৷ একটি চিটফান্ড সংস্থার অনুষ্ঠানে উপস্থিত হয়ে কীভাবে তিনি এই প্রশংসা করলেন, সেটাই জানতে চায় সিবিআই ৷