পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC Recruitment Case: নিয়োগ দুর্নীতি কাণ্ডে ন'জন শিক্ষকের নাম সিবিআইয়ের হাতে - Partha Chatterjee

সিবিআই তদন্তে নিয়োগ দুর্নীতি কাণ্ডে (SSC Recruitment Case) সামনে এল ন'জন শিক্ষকের নাম ৷ তাঁদের মধ্যে একজনকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা ৷ শিক্ষক নিয়োগে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন এই 9 শিক্ষক ৷

ফাইল ছবি
সিবিআই

By

Published : Dec 27, 2022, 8:06 PM IST

কলকাতা, 27 ডিসেম্বর: রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Case) সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ এবার এই কাণ্ডে নাম উঠে এসেছে 9 জন শিক্ষকের ৷ মূলত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন এই 9 জন । তাদের মধ্যে কয়েকজন অধ্যাপকও রয়েছেন । এমনটাই দাবি করেছে সিবিআই (CBI) ।

সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই এর গোয়েন্দারা একটি তালিকা তৈরি করেছেন ৷ সেই তালিকায় সিবিআই এর হাতে এই 9 জন শিক্ষকের নাম এসে পৌঁছেছে ৷ তার মধ্যে চারজন স্কুল শিক্ষক এবং পাঁচজন এই রাজ্যের বিভিন্ন কলেজের অধ্যাপক । তাদের সঙ্গেই বিভিন্ন প্রভাবশালীদের নিয়মিত যোগাযোগ ছিল । সিবিআই এর অভিযোগ, এই সকল শিক্ষক এবং অধ্যাপকরা মূলত অযোগ্য শিক্ষার্থীদের সঙ্গে এসএসসির বড়কর্তাদের যোগাযোগ করিয়ে দিতেন । এই যোগাযোগের বা মধ্যস্থতাকারী হিসাবে কোটি কোটি টাকার লেনদেন হত বলেও অভিযোগ ।

আরও কারা কারা এর সঙ্গে জড়িত, তা জানতেই 9 জন শিক্ষককের মধ্যে একজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা । তার বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছেন সিবিআই আধিকারিকরা । মূলত তদন্ত নেমে গোয়েন্দারা জানতে চান, নিয়োগ দুর্নীতি মামলায় সন্দেহের তালিকায় থাকা শিক্ষক এবং অধ্যাপকরা ঠিক কাদের সঙ্গে অযোগ্য ছাত্রছাত্রীদের যোগাযোগ করিয়ে দিতেন ৷ পাশাপাশি যোগাযোগের মাধ্যমে কত টাকার লেনদেন হত এবং কীভাবে সেই টাকা পৌঁছত ৷ লেনদেনের টাকা কোন কোন খাতে খরচ হত ৷ এই সকল বিষয় জানতে চাইছেন তদন্তকারীরা।

উল্লেখ্য, এর আগে এসএসসি গ্রুপ-সি ও গ্রুপ-ডি'র বেআইনি নিয়োগ মামলায় চাকরি পেয়েছেন এমন 50 জনকে নিজাম প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই (CBI Interrogates 50 People in SSC Recruitment Case)। 6 ডিসেম্বর সকালে ওই 50 জন নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজির হন । তাঁদের প্রত্যেককে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হয় । তাঁদের সকলের বয়ান নথিভুক্ত করা হয় ৷ তবে, এদের মধ্যে সবাই চাকরি পেয়েছেন এমনটা নয় । জানা গিয়েছিল, চাকরির জন্য টাকা দিয়েছিলেন এমন অনেককেই ডেকেছিল সিবিআই ।

আরও পড়ুন:এবার ভুয়ো শিক্ষকের তালিকায় নাম তৃণমূল কাউন্সিলরের

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে ৷ শাসকদলের একের পর এক বড় নেতা-মন্ত্রীর নাম জড়িয়েছে এই কাণ্ডে ৷ জেলে রয়েছেন অনেকে ৷ শুধু তাই নয়, সিবিআই তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য ৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) থেকে নাম জড়িয়েছে এসএসসি-র প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের ৷ উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা ৷ যত তদন্ত এগোচ্ছে সামনে আসছে নতুন নতুন তথ্য ৷ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে তদন্তকারীরা ৷

আরও পড়ুন:জেরায় মুখ বন্ধ সুবীরেশের, বাধ্য হয়ে ভাগ্নেকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

ABOUT THE AUTHOR

...view details