কলকাতা, 27 ডিসেম্বর: রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Case) সামনে এল চাঞ্চল্যকর তথ্য ৷ এবার এই কাণ্ডে নাম উঠে এসেছে 9 জন শিক্ষকের ৷ মূলত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন এই 9 জন । তাদের মধ্যে কয়েকজন অধ্যাপকও রয়েছেন । এমনটাই দাবি করেছে সিবিআই (CBI) ।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই এর গোয়েন্দারা একটি তালিকা তৈরি করেছেন ৷ সেই তালিকায় সিবিআই এর হাতে এই 9 জন শিক্ষকের নাম এসে পৌঁছেছে ৷ তার মধ্যে চারজন স্কুল শিক্ষক এবং পাঁচজন এই রাজ্যের বিভিন্ন কলেজের অধ্যাপক । তাদের সঙ্গেই বিভিন্ন প্রভাবশালীদের নিয়মিত যোগাযোগ ছিল । সিবিআই এর অভিযোগ, এই সকল শিক্ষক এবং অধ্যাপকরা মূলত অযোগ্য শিক্ষার্থীদের সঙ্গে এসএসসির বড়কর্তাদের যোগাযোগ করিয়ে দিতেন । এই যোগাযোগের বা মধ্যস্থতাকারী হিসাবে কোটি কোটি টাকার লেনদেন হত বলেও অভিযোগ ।
আরও কারা কারা এর সঙ্গে জড়িত, তা জানতেই 9 জন শিক্ষককের মধ্যে একজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা । তার বয়ান ইতিমধ্যেই রেকর্ড করেছেন সিবিআই আধিকারিকরা । মূলত তদন্ত নেমে গোয়েন্দারা জানতে চান, নিয়োগ দুর্নীতি মামলায় সন্দেহের তালিকায় থাকা শিক্ষক এবং অধ্যাপকরা ঠিক কাদের সঙ্গে অযোগ্য ছাত্রছাত্রীদের যোগাযোগ করিয়ে দিতেন ৷ পাশাপাশি যোগাযোগের মাধ্যমে কত টাকার লেনদেন হত এবং কীভাবে সেই টাকা পৌঁছত ৷ লেনদেনের টাকা কোন কোন খাতে খরচ হত ৷ এই সকল বিষয় জানতে চাইছেন তদন্তকারীরা।