কলকাতা, 6 সেপ্টেম্বর: আগামিকাল অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করা হবে । আর ঠিক তার আগে গরুপাচার কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার হিসাবরক্ষক মনীশ কোঠারিকে জিজ্ঞাসাবাদ করল সিবিআই ৷ আর সেখান থেকে বিপুল অঙ্কের সম্পত্তির হদিশ পেলেন তদন্তকারী আধিকারিকেরা । জানা গিয়েছে, বোলপুরে আরও সম্পত্তি আছে দাপুটে নেতার । এই তথ্যের উপর নির্ভর করে অনুব্রত মণ্ডলকে ফের জেল হেফাজতে নেওয়ার আর্জি জানাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI gets information of huge property of Anubrata Mondal) । পাশাপাশি জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদজও করতে চান তদন্তকারীরা ।
জানা গিয়েছে, গতকাল বোলপুর এবং সিউড়ির মোট চারজন ব্যাংক আধিকারিককে নিজাম প্যালেসে ডেকে তাঁদের বয়ান রেকর্ড করেন সিবিআই কর্তারা । পাশাপাশি ডাকা হয় অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মনীশ কোঠারিকেও । তাঁর কাছ থেকে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করেছে তদন্তকারী এজেন্সি । এগুলি খতিয়ে দেখে তদন্তকারীরা অনুব্রত এবং তাঁর ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের আরও কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ পেয়েছেন ।