কলকাতা, 27 মার্চ: বীরভূমের বাগটুই গ্রামে অগ্নিকাণ্ড ও গণহত্যার ঘটনায় (Rampurhat Bagtui massacre) চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই ৷ সূত্রের খবর, বগটুই কাণ্ডের তদন্তে নেমে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা জানতে পেরেছেন, ঘটনার দিন পুলিশের তরফ থেকে কোনও ফোন পাননি দমকল আধিকারিকেরা । বরং তাঁরা ফোন পেয়েছিলেন স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে । স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে আগুন লাগার ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় । সেদিন রাত দশটা থেকে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকল কর্মীরা । কিন্তু সেই সময় পুলিশের তরফ থেকে দমকল কর্মীদের কোনও রকমের সাহায্য বা কোন রকমের তথ্য যেমন ঘটনাস্থলের কোথায়-কোথায় আগুন নিয়ন্ত্রণ করতে হবে বা কেউ আগুনে চাপা পড়ে আছে কি না, তা দেওয়া হয়নি ৷
সিবিআই সূত্রে খবর, সেদিন রাত দশটা থেকে রাত দুটো পর্যন্ত আগুন নেভানোর কাজ করার পর ঘটনাস্থল থেকে চলে গিয়েছিল দমকল বাহিনী । এখানেই সিবিআইয়ের প্রশ্ন, কার নির্দেশে দমকল রাত দু'টোর সময় আগুন নিভিয়ে চলে গেল? কেন পাশে বেশ কয়েকটি কাঁচা বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটলেও, সেখানে সেই রাতে পৌঁছাতে পারলো না দমকল বাহিনী? ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে ঘটনার রাতে দমকলের যে সমস্ত আধিকারিক ঘটনাস্থলে ছিলেন এবং দমকল কর্মীদের একটি নামের তালিকা তৈরি করেছে সিবিআই । তাঁদের সাঙ্গে প্রাথমিক ভাবে কথা বলে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, পুলিশ ঘটনার দিন দমকলকে উপযুক্ত তথ্য দিয়ে সাহায্য করেনি ।