কলকাতা, 10 এপ্রিল: নিয়োগ দুর্নীতির তদন্তে এবার ভিনরাজ্য থেকে সাতজন আধিকারিককে বাংলায় নিয়ে আসছে সিবিআই ৷ কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরোর একটি সূত্র থেকে এই খবর পাওয়া গিয়েছে ৷ সিবিআইয়ের ওই সূত্রের দাবি, ওই সাতজনকে আধিকারিককে নিয়ে একটি স্পেশাল টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে ৷ শীঘ্রই তারা কলকাতায় এসে দায়িত্ব নেবেন বলে খবর ৷
সিবিআই সূত্রে খবর, ঝাড়খণ্ডের রাঁচি, মধ্যপ্রদেশের ভোপাল ও ওড়িশার ভুবনেশ্বর থেকে মোট সাত জন বাছাই করা ডিএসপি, এসপি ও সাব ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকদের কলকাতায় দু’মাসের জন্য আনা হচ্ছে । তাঁদের নিয়ে ইতিমধ্যেই সিবিআইয়ের তরফে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে । তার নেতৃত্ব দিচ্ছেন একজন পুলিশ সুপার পদমর্যাদার আইপিএস আধিকারিক । এই স্পেশাল টাস্ক ফোর্স মূলত কলকাতার নিজাম প্যালেসের অ্যান্টি করাপশন ব্রাঞ্চ থেকে তদন্ত প্রক্রিয়া চালাবে ও তদন্তের পর একটি রিপোর্ট দিল্লির সদর দফতরে পাঠাবে ।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় যত দিন যাচ্ছে, তদন্তের গতি ততই কমে যাওয়ার অভিযোগ উঠছিল বিভিন্ন মহল থেকে ৷ আদালতের তরফ থেকেও একাধিকবার ভর্ৎসনা করা হয়েছে সিবিআইকে । প্রশ্ন ওঠে যে তদন্তে এত কেন বিলম্ব হচ্ছে ? সূত্রের খবর, এর পরেই দিল্লিতে সিবিআইয়ের সদর দফতরে কলকাতার নিজাম প্যালেস থেকে একটি রিপোর্ট পাঠিয়ে জানানো হয় যে দিনে দিনে পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতি মামলায় রহস্য আরও বাড়ছে ৷ প্রায়ই কোনও না কোনও ব্যক্তি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হচ্ছেন । নিয়োগ দুর্নীতি মামলায় গোটা পশ্চিমবঙ্গে জাল ছড়িয়ে রয়েছে ৷ ফলে হাতেগোনা কয়েকজন আধিকারিক নিয়ে কিছুতেই তদন্ত গতি বৃদ্ধি করা যাচ্ছে না । আর এরপরেই সিবিআই তরফে এই স্পেশাল টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয় বলে খবর ।
উল্লেখ্য, ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের একাধিক প্রভাবশালী থেকে একাধিক সরকারি আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই । ফলে তাঁদের লাগাতার জেরা করা ও জেরার পরে একে অপরের বক্তব্যগুলি মিলিয়ে দেখা-সহ একাধিক তদন্ত প্রক্রিয়ার কাজ এতদিন থমকে ছিল । নিজাম প্যালেস সূত্রের খবর, এই স্পেশাল টাস্ক ফোর্স গঠনের পর নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে নতুন করে গতি পাবে ৷ আর এই ঘটনায় আরও অনেক তথ্য পাওয়া যাবে ৷ তবে কীভাবে ওই টাস্ক ফোর্স করবে, সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি ৷
আরও পড়ুন:চাকরি বিক্রি করে বাজার থেকে 40 কোটি টাকা তুলেছিল অয়ন, দাবি ইডির