কলকাতা, 31 মার্চ: অবশেষে সাড়ে তিন বছর পর নিখোঁজ কলকাতার যুবককে খুঁজে বের করতে সফল হল সিবিআই । এই ঘটনার তদন্তভার প্রথমে পুলিশের হাতে থাকলেও, পরে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির হাতে যায় । তবে তদন্তে গতি শ্লথ হওয়ায় সিআইডি-র হাত থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে । বৃহস্পতিবার ওই যুবককে খুঁজে পায় সিবিআই । নিখোঁজ থাকা ওই যুবকের নাম তৃষিত বিশ্বাস । মুম্বই থেকে এই নিখোঁজ যুবককে উদ্ধার করেছে সিবিআই ।
অভিযোগ গত 2019 সালের 7 নভেম্বর বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃষিত । তারপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি । ঘটনায় আট মাস পর এফআইআর দায়ের হয় নিউ আলিপুর থানায় । এরপরেই তদন্ত নামে স্থানীয় প্রশাসন এবং রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির প্রতিনিধিরা । তদন্ত চললেও তাদের সাফল্য না আসার ফলে পরিবারের তরফ থেকে আদালতের দ্বারস্থ হন তৃষিতের পরিবারের সদস্যরা । এরপরেই আদালতের নির্দেশের পর 2023 সালে জানুয়ারি মাসের শেষের দিকে ফের নতুন করে তদন্ত শুরু করে সিবিআই । একটি বিশেষ দলও গঠন করা হয় এর জন্য । এরপর বৃহস্পতিবার খোঁজ মেলে ওই যুবকের ৷