কলকাতা, 4 সেপ্টেম্বর : প্রায় 24 ঘণ্টার ব্যবধানে ফের চার্জশিট সিবিআইয়ের । এবার বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব খুনে ব্যারাকপুর আদালতে চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিবিআই । চার্জশিটে নাম রয়েছে টুনটুন চৌধুরী নামে এক ব্যক্তির । এছাড়া আরও তিনজনের নাম রয়েছে বলে সিবিআই সূত্রের খবর ।
ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার গ্রহণের দু’ সপ্তাহের মধ্যেই এই নিয়ে পর পর দু’টি চার্জশিট জমা দিল গোয়েন্দারা । বৃহস্পতিবার নদিয়ার একটি খুনের ঘটনায় চার্জশিট জমা দেয় তারা । শুক্রবার ভাটপাড়া থানা এলাকার একটি খুনের ঘটনায় জমা পড়ল চার্জশিট । ফলে ভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই যে কোমর বেঁধে তদন্তে নেমেছে তা স্পষ্ট ।
6 জুন, ভাটপাড়া এক নম্বরে বোমাবাজির ঘটনা ঘটে । আর সেই ঘটনায় বোমার আঘাতে গুরুতরভাবে জখম হন বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব । হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । এরপরেই রাজ্য-রাজনীতিতে কাদা ছোরাছুরি শুরু হয় ।