কলকাতা, 20 জানুয়ারি: কলকাতা পুলিশের (Kolkata Police) বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করল সিবিআই (CBI) ৷ ঝাড়খণ্ডে এই এফআইআর দায়ের হয়েছে ৷ লালবাজারের (Lalbazar) বিরুদ্ধে মিথ্যে মামলা সাজানোর অভিযোগ তোলা হয়েছে সিবিআইয়ের বিরুদ্ধে ৷
সম্প্রতি জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য চাপ দিয়ে কলকাতার এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ ওঠে ৷ অভিযুক্ত ঝাড়খণ্ডের আইনজীবী ৷ তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ সেই ঘটনাতেই অভিযোগকারী ব্যবসায়ীর হয়ে পুলিশ মিথ্য়া মামলা সাজিয়েছিল বলে সিবিআইয়ের দাবি ৷ সেই ঘটনাতেই কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে এফআইআর হল ৷ একই সঙ্গে অভিযোগ দায়ের হয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধেও ৷
কলকাতার ওই ব্যবসায়ীর নাম অমিত আগরওয়াল ৷ তাঁকে ঝাড়খণ্ডের আইনজীবী রাজীব কুমার ব্ল্যাকমেল করেন বলে অভিযোগ ওঠে ৷ ব্যবসায়ীর দাবি ছিল, জনস্বার্থ মামলা (PIL) প্রত্যাহারের জন্য ওই আইনজীবী তাঁর থেকে 10 কোটি টাকা চেয়েছেন ৷ ব্যবসায়ীর অভিযোগ পেয়ে তদন্তে নামে কলকাতা পুলিশ ৷ কলকাতার একটি শপিং মল থেকে গ্রেফতার করা হয় রাজীব কুমারকে ৷ তাঁর কাছ থেকে 4 কোটি টাকা উদ্ধার হয় ৷ অভিযোগ, অমিতই ওই চার কোটি টাকা রাজীবকে দিয়েছিলেন ৷ বাকি টাকা নিতে তিনি শপিং মলে হাজির হন ৷