পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC Recruitment Scam: এসএসসি নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের চার্জশিটে 12 জনের নাম - পার্থ চট্টোপাধ্যায়

এসএসসি নিয়োগ দুর্নীতিতে চার্জশিট পেশ করল সিবিআই (CBI Files Chargesheet in SSC Recruitment Scam) ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, চার্জশিটে শান্তি প্রসাদ সিনহা, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়-সহ মোট 12 জনের নাম রয়েছে ৷

CBI Files Chargesheet in SSC Recruitment Scam Naming Twelve Persons Including Six Former Officials
CBI Files Chargesheet in SSC Recruitment Scam Naming Twelve Persons Including Six Former Officials

By

Published : Oct 26, 2022, 10:29 AM IST

Updated : Oct 26, 2022, 10:39 AM IST

কলকাতা, 26 অক্টোবর: শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে চার্জশিট পেশ করল সিবিআই (CBI Files Chargesheet in SSC Recruitment Scam) ৷ আদালতে সিবিআই এর পেশ করা এই চার্জশিটে 12 জনের নাম রয়েছে বলে সূত্রের খবর ৷ যার মধ্যে 6 জন স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন আধিকারিক ৷ তাঁদের মধ্যে অন্যতম হলেন, এসএসসি উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তি প্রসাদ সিনহা ৷ প্রাক্তন এসএসসি সচিব অশোক কুমার সাহা, প্রাক্তন এসএসসি সভাপতি সুবীরেশ ভট্টাচার্য (
Subiresh Bhattacharya) এবং মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় ৷

প্রসঙ্গত, রাজ্য স্কুল সার্ভিস কমিশনের এই চার প্রাক্তন আধিকারিক বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন ৷ সুবীরেশ ভট্টাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যও ছিলেন ৷ এঁদের পাশাপাশি, এসএসসি বোর্ডের প্রাক্তন দুই কার্যনির্বাহী আধিকারিক পর্ণা বসু এবং সমরজিৎ আচার্যের নামও সিবিআইয়ের পেশ করা ওই চার্জশিটে রয়েছে ৷

আরও পড়ুন:সুবীরেশের নির্দেশেই প্রার্থীদের মার্কশিটের নম্বর বদল, আদালতে বিস্ফোরক সিবিআই

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর চার্জশিটে বাকি 6 জন হলেন, প্রসন্ন কুমার রায়, প্রদীপ সিং, জুঁই দাস, আজাদ আলি মির্জা, ইমাম মোমিন এবং রোহিত কুমার ঝা ৷ এঁরা এই পুরো নিয়োগ দুর্নীতিতে মধ্যস্থাতাকারী হিসাবে কাজ করেছেন বলে সিবিআইয়ের দাবি ৷ এঁদের মাধ্যমেই অযোগ্য প্রার্থী এবং উপরমহলের মধ্যে আর্থিক লেনদেন হত বলে অভিযোগ উঠেছে ৷ প্রসঙ্গত, প্রসন্ন কুমার রায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) আত্মীয় ৷

Last Updated : Oct 26, 2022, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details