পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

CBI Charge Sheet: ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রথম চার্জশিট সিবিআইয়ের - সিবিআইয়ের চার্জশিট

ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনায় প্রথম চার্জশিট (Charge Sheet) দাখিল করেছে সিবিআই (CBI)। বীরভূমের মনোজ জয়সওয়ালের মৃত্যু মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে ৷

cbi filed charge sheet on post poll violence case
ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রথম চার্জশিট সিবিআইয়ের

By

Published : Sep 2, 2021, 7:36 PM IST

কলকাতা, 2 সেপ্টেম্বর: ভোট পরবর্তী হিংসার ঘটনায় প্রথম চার্জশিট দাখিল করল সিবিআই । বীরভূমের বাসিন্দা মনোজ জয়সওয়ালের ভোটের পর মৃত্যু হয় । সেই মামলায় এই চার্জশিট দাখিল করেছে সিবিআই । একাধিক সাক্ষী গ্রহণ করা হয়েছে । মোট 380 পাতার চার্জশিট জমা দিয়েছে সিবিআই । রামপুরহাট মহকুমা আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে ৷

গত 14 মে মনোজ জয়সওয়ালকে খুনের অভিযোগ ওঠে । এলাকায় তিনি বিজেপি কর্মী হিসেবে পরিচিত বলেই পুলিশের কাছে দাবি করা হয় । ইতিমধ্যেই এই ঘটনায় মূল দুই অভিযুক্ত পুলিশ হেফাজতেও রয়েছে । তাদের আগেই গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন:Raniganj : গ্রামের রাস্তায় ধস, ইসিএল কর্তৃপক্ষের গাড়ি আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

বৃহস্পতিবার দাখিল করা চার্জশিটে সিবিআই-এর তরফে আবেদন করা হয় যে, ধৃতরা যেন কোনও ভাবেই জামিন না-পায় । তাদের জেল হেফাজতে রেখেই এই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদস্যরা । ভোট পরবর্তী হিংসার ঘটনার তদন্তে নেমে চারটি ভাগে ভাগ হয়েছে সিবিআই ।

আরও পড়ুন:Post Poll Violence : সিবিআই তদন্তে ভয় পেয়েই সুপ্রিম কোর্টে রাজ্য, কটাক্ষ দিলীপের

ABOUT THE AUTHOR

...view details