পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

SSC Recruitment Case পার্থ শিক্ষামন্ত্রী হওয়ার পরেই জামাই পরিচয়ে 200 বিঘা জমি কেনে প্রসন্ন

2014 সাল থেকেই যখন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্বভার নেন, সেই সময় থেকেই শিক্ষা দুর্নীতি কাণ্ডের বীজ এ রাজ্যে ছড়াতে শুরু করে দিয়েছিল । শুধু এই প্রসন্ন রায়ই নয়, বরং প্রাক্তন শিক্ষামন্ত্রীর একাধিক আত্মীয়স্বজন এই শিক্ষা দুর্নীতি কাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে বলে দাবি সিবিআইয়ের (SSC Recruitment Case)।

SSC Recruitment Case
প্রসন্নকে জেরা সিবিআই-এর

By

Published : Aug 29, 2022, 11:07 AM IST

Updated : Aug 29, 2022, 2:26 PM IST

কলকাতা, 29 অগস্ট: তৃণমূল সরকার রাজ্যে ক্ষমতায় আসার তিনবছর পর 2014 সালে পার্থ চট্টোপাধ্যায়কে রাজ্যের শিক্ষামন্ত্রী করা হয় । অভিযোগ, সেই থেকেই শুরু । 2014 সালে পার্থ যখন শিক্ষামন্ত্রী হিসেবে রাজ্যের দায়িত্ব নেন, ঠিক তার দু'বছরের মাথায় অর্থাৎ 2016 সালে রাতারাতি ভোল বদলে যায় পার্থর ভাগ্নি জামাই প্রসন্নের (SSC Recruitment Case) ।

জানা গিয়েছে, 2016 সালে এক ব্যবসায়ীর কাছ থেকে রাজারহাটের মোট 200 বিঘা জমি রাতারাতি কিনে ফেলে তাক লাগিয়ে দেন আদতে নারকেলডাঙা মেইন রোডের এক চিলতে ঘরে থাকা প্রসন্ন । তদন্তে নেমে সিবিআই জানতে পেরেছে, 2016 সালে মোট 15 কোটি টাকা দিয়ে রাজারহাটের 200 বিঘা জমি কিনে ফেলে প্রসন্ন রায় ।

আরও পড়ুন:শান্তি প্রসাদ সিনহা ও অশোক সাহার 24 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজত

সিবিআই আধিকারিকরা রাজারহাটের ওই ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন । তিনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, নিজের প্রভাব খাটিয়ে সংশ্লিষ্ট জমির যে বাজারমূল্য, তার থেকে অনেক কম দামে বিক্রি করতে বাধ্য করেছিল প্রসন্ন । সৌজন্যে তার দূর সম্পর্কের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ।

শুধু রাজারহাটে 15 বিঘা জমি নয়, বরং পার্থ-ঘনিষ্ঠ প্রসন্নর বাঙ্গুর অ্যাভিনিউ, লেকটাউন, হাওড়ার গ্রামীণ এলাকা-সহ দার্জিলিং, উত্তরাখণ্ড, দিঘায় রয়েছে একাধিক হোটেল, রিসর্ট । এই অল্প সময়ের ব্যবধানে কীভাবে একজন ব্যক্তি কোটি কোটি টাকার সাম্রাজ্যের মালিক হতে পারলেন তাতেই চোখ কপালে উঠেছে সিবিআইয়ের ।

অভিযোগ, 2014 সাল থেকেই যখন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, সেই সময় থেকেই শিক্ষা দুর্নীতি কাণ্ডের বীজ এ রাজ্যে বপণ হতে শুরু করে দিয়েছিল । শুধু প্রসন্ন রায় নয়, বরং প্রাক্তন শিক্ষামন্ত্রীর একাধিক আত্মীয় এই শিক্ষাদুর্নীতি কাণ্ডে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছে ।

Last Updated : Aug 29, 2022, 2:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details