কলকাতা, 21 সেপ্টেম্বর : এবার রাজীব কুমারের খোঁজে ভবানী ভবনে CBI আধিকারিকরা । অভিযোগ, প্রোটোকল অনুযায়ী আধিকারিকদের 'অনুমতি না নিয়েই' ঢুকে যায় CBI-এর দলটি । তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক । প্রায় এক ঘণ্টা সেখানে ছিল তারা ।
গতকালের পর আজও রাজীব কুমারের খোঁজ পেতে তৎপর CBI । উত্তরপ্রদেশের চন্দৌলিতে রাজীবের বাড়িতে যায় CBI-এর একটি টিম। নিজের বাড়িতেই তিনি আত্মগোপন করেছেন কি না তা জানার জন্যেই সেখানে যাওয়া বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর । তদন্তকারীরা জানিয়েছেন, সেখানে তাঁর খোঁজ মেলেনি । তারপরই CGO কমপ্লেক্স থেকে পাঁচজনের একটি দল রওনা দেয় । তারা যায় ভবানী ভবনে CID-এর সদর দপ্তরে । ভবনী ভবন সূত্রের খবর, রিসেপশনে দায়িত্ব প্রাপ্ত ASI দলের কাছে জানতে চান, কোথায় যাবেন। CBI-এর অফিসাররা জানান, IG পদমর্যাদার অফিসারের সঙ্গে দেখা করতে চান তাঁরা । তাঁদের অনুমতি নেওয়ার কথা বলা হয় । কিন্তু, অনুমতি না নিয়েই তাঁরা ভবানী ভবনের অন্দর মহলে ঢুকে পড়েন ৷