কলকাতা, 26 এপ্রিল : অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার অবনতি হয়েছে । ঠিক কোন কোন রোগে আক্রান্ত হয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা, তার রিপোর্ট ইতিমধ্যে সিবিআই-এর হাতে এসে পৌঁছেছে । এবার সেই রিপোর্টকে হাতিয়ার করে দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকদের দ্বারস্থ হলেন সিবিআই কর্তারা (CBI contacts AIIMS doctors in New Delhi over Anubrata Mandal Medical Report) ।
জানা গিয়েছে, সোমবার রাতে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা সিবিআইকে একটি মেডিক্যাল রিপোর্ট পায় । এখন তৃণমূল নেতার কী চিকিৎসা চলছে, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে । মলদ্বারে অসহ্য যন্ত্রণা, কাশি, হাইপারটেনশন, অক্সিজেনের ঘাটতি, দাঁতে ব্যথা-সহ একাধিক শারীরিক অসুস্থতায় জর্জরিত বীরভূমের তৃণমূল জেলা সভাপতি ।
এই শারীরিক অবস্থায় তাঁকে গরুপাচার কাণ্ডের মতো একটি ঘটনায় জিজ্ঞাসাবাদ করা কি যুক্তিযুক্ত ? এই প্রশ্নের উত্তর জানতে রাজ্যের কোনও হাসপাতালের উপর ভরসা না রেখে সরাসরি দিল্লির এইমস-এর চিকিৎসকদের শরণাপন্ন হলেন সিবিআই কর্তারা । নিজাম প্যালেস সূত্রের খবর, ইতিমধ্যে অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থার নিয়ে এইমস চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে ।