কলকাতা, 25 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতি (Bengal Recruitment Scam) কাণ্ডে কুন্তল ঘোষকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই (CBI) । সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন যে রাজ্যের প্রায় 600টি বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজে অফলাইনে একাধিকপুর পড়ুয়াকে ভর্তি নেওয়া হয়েছিল । সেই পড়ুয়াদের মধ্যে অধিকাংশই ক্লাস না করে শুধুমাত্র টাকার বিনিময় ডিএলইএড ডিগ্রি হাসিল করেছিল ।
সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, এই ডিগ্রির বদলে প্রতিটি ছাত্রের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে পেয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya) । ইতিমধ্যেই তদন্ত নেমে রাজ্যের একাধিক বেসরকারি কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে সিবিআই ৷ পাশাপাশি বিভিন্ন পড়ুয়ার সঙ্গেও ইতিমধ্যে কথা বলেছেন তদন্তকারী আধিকারিকরা । প্রয়োজন হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সিবিআই সূত্রে খবর ।
সিবিআই সূত্র থেকে জানা গিয়েছে, কিছুদিন ধরেই আর গোপাল দলপতির (Gopal Dalpati) সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারছিলেন না তদন্তকারী আধিকারিকরা । তবে পরে আধিকারিকদের সঙ্গে ফোনে গোপাল দলপতির কথা হয়েছে ৷ তাঁকে আগামী 2 মার্চ সকালে নিজাম প্যালেসে তলব করা হয়েছে ৷ ওই দিন কুন্তল ঘোষ ও তাপস মণ্ডলের দেওয়া বয়ানের ভিত্তিতে তৈরি প্রশ্নমালার উত্তর দলপতির থেকে চাওয়া হবে ৷