পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recruitment Scam: স্কুলের হাত থেকে নিয়োগ ক্ষমতা কেড়ে নিয়েছিলেন পার্থ-কল্যাণময়, দাবি সিবিআইয়ের - Kalyanmoy Ganguly

CBI on Partha Chatterjee-Kalyanmoy Ganguly: স্কুল কর্তৃপক্ষের হাত থেকে নিয়োগ ক্ষমতা কেড়ে নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্য়ায় ৷ এমনই দাবি করল সিবিআই ৷

Recruitment Scam
Recruitment Scam

By

Published : Jul 25, 2023, 6:36 PM IST

কলকাতা, 25 জুলাই:শিক্ষকদের নিয়োগের ক্ষমতা স্কুল কর্তৃপক্ষের হাত থেকে কেড়ে নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় । স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে রীতিমতো বিজ্ঞাপন ছাপিয়ে এই ক্ষমতা কেড়ে নেন তাঁরা ৷ এমনই দাবি সিবিআইয়ের । আর এই বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য এ বার মাধ্যমিক শিক্ষা পর্ষদের সচিব, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে চিঠি দিল সিবিআই । তাঁদের কাছ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ।

নিজাম প্যালেস সূত্রের খবর, 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মীদের নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন দেওয়া হয় । উল্লেখ করা হয়, স্কুলের পক্ষ থেকেই নিয়োগপত্র দেওয়া হবে । আর সেই মতোই 2017 সালে এসএসসি-র পরীক্ষা হয় ।

কিন্তু 2018 সালে স্কুল সার্ভিস কমিশন একটি বিজ্ঞাপন দেয় এবং সেই বিজ্ঞাপনে জানানো হয়, স্কুলে নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব থাকছে মাধ্যমিক শিক্ষা পর্ষদের হাতে । এ বার থেকে পর্ষদের তরফ থেকেই নিয়োগপত্র দেওয়া হবে বলে 2018 সালের সেই বিজ্ঞাপনে জানানো হয় ৷ 2018 সালে শিক্ষা পরিষদের একটি বিশেষ কমিটি তৈরি করা হয় এবং সেই কমিটির মাথায় ছিলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় ।

আরও পড়ুন:জেল থেকে বেরিয়ে সোজা মুখ্যমন্ত্রীর কাছে যেতে চান পার্থ

মূলত তিনটি দফতরকে চিঠি দিয়ে সিবিআই এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে । এখন সিবিআইয়ের প্রশ্ন হল, 2018 সালে কেন হঠাৎ বিজ্ঞাপন দিয়ে নতুন একটি কমিটি তৈরি করা হল ? এই বিশেষ কমিটির মাথায় কেন বসানো হল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে ? নিয়োগের ব্যাপারে কেন পর্ষদ শেষ কথা বলবে ? এই নিয়ম কেন আচমকাই জারি করা হল ?

ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারীরা এই বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর আগেই জানার চেষ্টা করেছিলেন । বর্তমানে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন প্রেসিডেন্সি সংশোধনাগারে । কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়ের থেকে এ ব্যাপারে তথ্য সংগ্রহ করবেন তদন্তকারী আধিকারিকরা ৷ এরপর আদালতের অনুমতি নিয়ে সেই তথ্যের ভিত্তিতে ক্রস কোয়েশ্চেনিং করা হতে পারে পার্থ চট্টোপাধ্যায়কে ৷

ABOUT THE AUTHOR

...view details