কলকাতা, 9 জানুয়ারি: লালন শেখের রহস্যমৃত্যু (Lalan Sheikh Death) মামলায় সিআইডি (CID) নিরপেক্ষ তদন্ত করছে না বলে ফের হাইকোর্টে (Calcutta High Court) সওয়াল করল সিবিআই (CBI)। লালন শেখের মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য পরিকল্পিত ভাবে সিবিআই আধিকারিকদের ফাঁসাতে চাইছে বলে আর এক দফা যুক্তি সাজিয়েছেন সিবিআইয়ের আইনজীবী । আগের নির্দেশ মতো রাজ্যের আইনজীবী অনির্বাণ রায় সোমবার এই মামলার কেস ডাইরি জমা দিয়েছেন আদালতে । পাশাপাশি লালন শেখের দেহের ময়নাতদন্ত রিপোর্ট ও তাঁর স্ত্রীর বয়ান সংক্রান্ত রিপোর্টও আদালতে জমা দিয়েছে রাজ্য ।
এ দিন শুনানির শুরু থেকেই সিবিআইয়ের আইনজীবী টি পি সিং তাঁর সওয়ালে দাবি করেন, এই মৃত্যু মামলায় সিবিআই আধিকারিকদেরকে ফাঁসাতে একাধিক পরিকল্পনা করেছে সিআইডি । তিনি বলেন, "বিকেল 4.30-এ তিনি আত্মহত্যা করেছেন । কিন্তু একদিন পরে এফআইআর দায়ের হয় । লালন শেখের স্ত্রী রেশমা বিবি অভিযোগ করেছেন, তাঁর স্বামীর উপর অত্যাচার করা হয়েছে । কিন্তু লালন শেখকে যখন নিম্ন আদালতে তোলা হয়, তখন এই নিয়ে একটা কথাও বলেননি লালনের স্ত্রী । তিনি মনে করেন, তাঁর স্বামীর উপর সিবিআই অফিসাররা অত্যাচার করেছেন । পুরোটাই তাঁর অনুমান । এর কোনও ভিত্তি নেই । এফআইআরও তিনি নিজে দায়ের করেননি । তাঁর স্বাক্ষরও ভুয়ো । কোনও সাক্ষীর বয়ান রেকর্ড করা হয়নি । দেহের ময়নাতদন্ত হয়েছে পরের দিন বিকেল 3.40-এ । অর্থাৎ তখন একদিন প্রায় অতিক্রান্ত ।"