পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজীব ঘনিষ্ঠ সারদার তদন্তকারী আধিকারিককে জিজ্ঞাসাবাদ CBI-র - CBI

প্রভাকর নাথ তৎকালীন বিধাননগর পুলিশ কমিশনার রাজীব কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন । তিনি সারদাকাণ্ডের যাবতীয় রিপোর্ট রাজীব কুমারকে জানাতেন । CBI-র আধিকারিকরা এই ঘনিষ্ঠতার কথা জানতে পেরেই প্রভাকরকে তলব করে । সারদার তদন্তের মোড় ঘোরাতে বিধাননগর পুলিশ ও SIT কী ভূমিকা নিয়েছিল তা জানতে তাঁকে তলব করা হয়েছে বলে জানা গেছে ।

প্রভাকর নাথ

By

Published : May 29, 2019, 10:34 AM IST

Updated : May 29, 2019, 11:04 AM IST

কলকাতা, 29 মে : এবার রাজীব কুমারের ঘনিষ্ঠ বলয়ে প্রবেশ করল CBI । গতকাল CGO কমপ্লেক্সে হাজিরা দিতে আসেন সারদা চিটফান্ড তদন্তের দায়িত্বপ্রাপ্ত প্রথম দিকের তদন্তকারী আধিকারিক প্রভাকর নাথ ।

প্রভাকর নাথ তৎকালীন বিধাননগর পুলিশ কমিশনার রাজীব কুমারের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন । তিনি সারদাকাণ্ডের যাবতীয় রিপোর্ট রাজীব কুমারকে জানাতেন । CBI-র আধিকারিকরা এই ঘনিষ্ঠতার কথা জানতে পেরেই প্রভাকরকে তলব করেন । সারদার তদন্তের মোড় ঘোরাতে বিধাননগর পুলিশ ও SIT কী ভূমিকা নিয়েছিল তা জানতে তাঁকে তলব করা হয়েছে বলে জানা গেছে ।

প্রসঙ্গত, সারদাকাণ্ডে গতবছর থেকে ফের সক্রিয় হয় CBI । গত বছর একাধিক পুলিশ আধিকারিককে তলব করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । তদন্তের স্বার্থে সারদার তদন্তকারী পুলিশ আধিকারিকদের নোটিশ পাঠানো হয় । সেই নোটিশে সাড়া দিয়ে দিলীপ হাজরা, প্রভাকর নাথ CBI তদন্তের মুখোমুখি হন । যাঁরা SIT কিংবা বিধাননগর পুলিশের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের মধ্যে অন্যতম রাজীব কুমার, বিনীত গোয়েল, তমাল বসু, তৎকালীন বিধাননগর পুলিশের গোয়েন্দা প্রধান অর্ণব ঘোষ, পল্লব কান্তি ঘোষ ও দেবব্রত বন্দ্যোপাধ্যায় । সারদা কর্তা সুদীপ্ত সেনকে যখন কাশ্মীর থেকে গ্রেপ্তার করা হয় তখন তদন্তকারী আধিকারিক ছিলেন দেবব্রত বন্দ্যোপাধ্যায় । সেই সময় বিধাননগর পুলিশের কমিশনার এবং SIT-র প্রধান ছিলেন রাজীব কুমার ।

সুপ্রিম কোর্টে রাজীবের বিরুদ্ধে তথ্যপ্রমাণ বিকৃতির অভিযোগ জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । জিজ্ঞাসাবাদের জন্য রাজীবকে একাধিকবার সমনও পাঠায় তারা । তা এড়িয়ে যান রাজীব । তারপর জিজ্ঞাসাবাদের জন্য 3 ফেব্রুয়ারি CBI-এর একটি দল রাজীব কুমারের বাসভবনে যায় । সেখানে কলকাতা পুলিশের বাধার মুখে পড়ে তারা। তা নিয়ে শুরু হয় বিতর্ক । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে শিলংয়ে পাঁচদিন জেরা করা হয় রাজীব কুমারকে । 17 মে তাদের দেওয়া রক্ষাকবচ প্রত্যাহার করে নেয় শীর্ষ আদালত । তবে 24 মে পর্যন্ত রাজীব কুমারকে কোনওভাবে গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়। এরপরই বারাসত আদালতে আগাম জামিনের আবেদন নিয়ে পিটিশন দাখিল করেছিলেন রাজীব কুমার । কিন্তু, সময়ের ভুলচুক ও হলফনামায় বেশ কিছু তথ্য না থাকায় তা খারিজ হয়ে যায় । এর মধ্যেই নোটিশ পাঠানো হলেও CGO কমপ্লেক্সে হাজির হননি রাজীব কুমার । রাজীব কুমারের সঙ্গেই CBI-এর নজরে ছিলেন অর্ণব ঘোষও। তাঁর সঙ্গে দিলীপ হাজরাকেও হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা । এরপর রাজীব কুমার ঘনিষ্ঠ প্রভাকর নাথকে CBI-র তরফে সমন পাঠানো হয় । গতকাল তিনি CGO কমপ্লেক্সে হাজিরা দিতে আসেন ।

2012-13 সালে সারদা-রোজ়ভ্যালি চিটফান্ড কেলেঙ্কারি সামনে আসে । তদন্তের জন্য SIT গঠন করে রাজ্য সরকার । নেতৃত্বে ছিলেন রাজীব কুমার । পরে সুপ্রিম কোর্টের নির্দেশে চিটফান্ডের তদন্তভার হাতে নেয় CBI । এরপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা SIT-র একাধিক আধিকারিককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে । সম্প্রতি রাজীব কুমারকে ফের একবার নোটিশ পাঠিয়েছে CBI ।

Last Updated : May 29, 2019, 11:04 AM IST

ABOUT THE AUTHOR

...view details