কলকাতা, 17 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতিতে ফের গ্রেফতারি সিবিআইয়ের (CBI) ৷ এবার এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল সিবিআই ৷ আরও চারজনকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসে জেরা করা হচ্ছে ৷ তাঁদেরও কি শেষ পর্যন্ত গ্রেফতার করা হবে ? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি ৷
আদালতের নির্দেশে এই নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথমে তদন্ত শুরু করে সিবিআই ৷ তার পর জানা যায় যে এই দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনও হয়েছে ৷ তখনই তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডি ৷ সম্প্রতি ইডি (ED) গ্রেফতার করেছে যুব তৃণমূল কংগ্রেসের নেতা কুন্তল ঘোষকে ৷ ইডি সূত্রে খবর, ঘাসফুল শিবিরের ওই নেতাকে জেরা করে একাধিক তথ্য পাওয়া গিয়েছে ৷
তার মধ্যে অন্যতম চাকরি প্রার্থীদের নাম ও পরিচয় কুন্তলের হাতে দেওয়ার কাজ বেশ কয়েকজন এজেন্ট করেছেন ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনা মিলিয়ে এই মিডলম্যানের সংখ্যা প্রায় 25 জন ৷ ইতিমধ্যে এঁদের বেশ কয়েকজনকে জেরা করা হয়েছে ৷ বাকিদেরও জেরা করা হবে ৷ তার আগেই ওই 25 জনের মধ্যে তিনজনকে গ্রেফতার করল সিবিআই ৷