পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bengal Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার তিন এজেন্ট, সিবিআইয়ের নজরে আরও 22 জন - এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

নিয়োগ দুর্নীতিতে এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সিবিআই ৷ তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষকে (TMYC Leader Kuntal Ghosh) জেরা করে 25 জনের নাম পেয়েছেন তদন্তকারীরা ৷ সেই 25 জনের মধ্যেই তিনজনকে গ্রেফতার করা হল ৷

Bengal Recruitment Scam
Bengal Recruitment Scam

By

Published : Feb 17, 2023, 4:29 PM IST

কলকাতা, 17 ফেব্রুয়ারি: নিয়োগ দুর্নীতিতে ফের গ্রেফতারি সিবিআইয়ের (CBI) ৷ এবার এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল সিবিআই ৷ আরও চারজনকে কলকাতার নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসে জেরা করা হচ্ছে ৷ তাঁদেরও কি শেষ পর্যন্ত গ্রেফতার করা হবে ? এই প্রশ্নের উত্তর এখনও মেলেনি ৷

আদালতের নির্দেশে এই নিয়োগ দুর্নীতি নিয়ে প্রথমে তদন্ত শুরু করে সিবিআই ৷ তার পর জানা যায় যে এই দুর্নীতিতে বেআইনি আর্থিক লেনদেনও হয়েছে ৷ তখনই তদন্তে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) বা ইডি ৷ সম্প্রতি ইডি (ED) গ্রেফতার করেছে যুব তৃণমূল কংগ্রেসের নেতা কুন্তল ঘোষকে ৷ ইডি সূত্রে খবর, ঘাসফুল শিবিরের ওই নেতাকে জেরা করে একাধিক তথ্য পাওয়া গিয়েছে ৷

তার মধ্যে অন্যতম চাকরি প্রার্থীদের নাম ও পরিচয় কুন্তলের হাতে দেওয়ার কাজ বেশ কয়েকজন এজেন্ট করেছেন ৷ উত্তর ও দক্ষিণ 24 পরগনা মিলিয়ে এই মিডলম্যানের সংখ্যা প্রায় 25 জন ৷ ইতিমধ্যে এঁদের বেশ কয়েকজনকে জেরা করা হয়েছে ৷ বাকিদেরও জেরা করা হবে ৷ তার আগেই ওই 25 জনের মধ্যে তিনজনকে গ্রেফতার করল সিবিআই ৷

সিবিআই সূত্রে জানা গিয়েছে, শুক্রবার নিজাম প্যালেসে সিবিআইয়ের অফিসে মোট সাতজন এজেন্টকে ডেকে পাঠানো হয় । তাঁদের লাগাতার জিজ্ঞাসাবাদ ও বয়ান নথিভুক্তের পরে তিনজনকে গ্রেফতার করা হয় তদন্তে অসহযোগিতা করার জন্য ৷ যদিও এই মুহূর্তে ধৃত ওই তিন এজেন্টের নাম ও পরিচয় সামনে আসেনি । সিবিআইয়ের দুর্নীতি দমন শাখার আধিকারিকরা বাকি চারজনকেও জিজ্ঞাসাবাদ করছেন ৷ সেই পর্ব শেষের পর বাকি চারজনও গ্রেফতার হবেন কি না, সেই নিয়ে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না ৷

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে সৎ রঞ্জন নামে এক ব্যক্তি জড়িত রয়েছে বলে অভিযোগ করেছিলেন সিবিআইয়ের প্রাক্তন আধিকারিক উপেন বিশ্বাস ৷ যা নিয়ে ব্যাপক হইচই হয় ৷ পরে তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তির আসল নাম চন্দন মণ্ডল ৷ উত্তর 24 পরগনার বাগদার বাসিন্দা এই ব্যক্তিকেও নিয়োগ দুর্নীতিতে জড়িত সন্দেহে এদিন গ্রেফতার করেছে সিবিআই ৷ তাঁকে নিয়ে আদালতে যাওয়ার সময়ই অন্য সাতজন এজেন্টকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় ৷

আরও পড়ুন:শিক্ষক নিয়োগ দুর্নীতি ! সিবিআইয়ের হাতে গ্রেফতার 'সৎ রঞ্জন'

ABOUT THE AUTHOR

...view details