কলকাতা, 17 ফেব্রুয়ারি:রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এবার বাগদার বাসিন্দা চন্দন মণ্ডল ওরফে রঞ্জনকে গ্রেফতার করল সিবিআই । উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই-এর প্রাক্তন আধিকারিক উপেন বিশ্বাসের গলায় একাধিকবার শোনা গিয়েছে এই চন্দন মণ্ডল ওরফে রঞ্জনের কথা । শুক্রবার কলকাতায় নিজাম প্যালেসে সিবিআই দফতরে রঞ্জন মণ্ডলকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা (CBI arrested Chandan Mondal)।
কিন্তু সিবিআই সূত্রে খবর, এদিন জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্নের অসঙ্গতিপূর্ণ উত্তর দেন চন্দন মণ্ডল ৷ বহু প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান ৷ এরপরেই দিল্লির সবুজ সংকেত পাওয়ার পরে রঞ্জনকে গ্রেফতার করেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা ৷ মঙ্গলবার পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত । উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের নির্দেশে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে সিবিআই গোয়েন্দারা বাগদায় গিয়ে সেখানকার স্থানীয় লোকেদের সঙ্গে কথা বলেন (Teacher Recruitment Scam in Bengal) ।
আরও পড়ুন: দোষী প্রমাণিত হলে আত্মহত্যা করব, দাবি নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তলের
জানা যায়, বাগদায় একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে তাঁদের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি এই চন্দন মণ্ডল ওরফে সৎ রঞ্জন । কিন্তু অভিযোগ, একাধিক ব্যক্তির কাছ থেকে তিনি লক্ষ লক্ষ টাকা নিলেও বেশ কয়েকজন চাকরি পাননি । সিবিআই-এর প্রাক্তন কর্তা উপেন বিশ্বাসের গলাতেও একাধিকবার শোনা গিয়েছিল বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের কথা (CBI probe in Teacher Recruitment Scam) ।
তদন্ত নেমে সিবিআর গোয়েন্দারা জানতে পারেন, বাগদায় এই ব্যক্তির বাড়িতে ভিড় জমাতেন চাকরি পরীক্ষার্থীরা । এছাড়াও উপেন বিশ্বাস নিজেই অভিযোগ করেন, চন্দন মণ্ডল কোটি কোটি টাকা অভিজাত গাড়িতে করে নিয়ে কলকাতায় যেতেন । অভিযোগ এই কোটি কোটি টাকা কলকাতায় কীভাবে পাচার হত, রাজ্যের কোন কোন প্রভাবশালীর কাছে সেই টাকা যেত সে সম্পর্কে অনেক তথ্য আছে এই চন্দন মণ্ডলের কাছে ৷ এদিন চন্দনকে গ্রেফতারির পর মনে করা হচ্ছে, রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি ও টাকা লেনদেন প্রসঙ্গে আরও বেশকিছু অজানা তথ্য উঠে আসতে পারে ৷