কলকাতা, 11 সেপ্টেম্বর:কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল সিবিআই । গত 5 সেপ্টেম্বর সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা এবং কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (অপরাধ)-কে কুন্তল ঘোষের চিঠির তদন্ত করতে নির্দেশ দিয়েছিলেন আলিপুরের বিশেষ সিবিআই আদালতের বিচারক । নিম্ন আদালতের এই নির্দেশ নিয়ে প্রশ্ন তুলে বিচারপতি অমৃতা সিংহের এজলাসে আবেদন করেছে সিবিআই । আগামী বৃহস্পতিবার এই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল কংগ্রেসের যুবনেতা কুন্তল ঘোষ প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি থাকাকালীন আলিপুর নিম্ন আদালতের বিচারক ও হেস্টিংস থানায় একটি চিঠি লেখেন । যেখানে তিনি অভিযোগ করেন ইডি সিবিআই আধিকারিকরা তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য চাপসৃষ্টি করছে । এরপর এই বিষয় নিয়ে হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে হলে করলে বিচারপতি গঙ্গোপাধ্যায় ইডি সিবিআইকে ওই চিঠির বিষয়ে তদন্তের নির্দেশ দেন । সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেন কুন্তল ঘোষ ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ।