পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনুপ মাঝি সংক্রান্ত মামলায় ফের ডিভিশন বেঞ্চে আপিল সিবিআইয়ের - অনুপ মাঝি সংক্রান্ত মামলায় ফের ডিভিশন বেঞ্চে আপিল সিবিআইয়ের

3 ফেব্রুয়ারি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের শুনানির পর ফের কলকাতা হাইকোর্টে অনুপ মাঝি সংক্রান্ত মামলার আবেদন করল সিবিআই ৷ আগামীকাল এই মামলাটির শুনানির নির্দেশ দেয় হাইকোর্ট ৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

By

Published : Feb 8, 2021, 8:41 PM IST

কলকাতা, 8 ফেব্রুয়ারি : অনুপ মাঝি সংক্রান্ত মামলায় বিচারপতি রাজেশ বিনদাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চে ফের আপিল করল সিবিআই ৷ 3 ফেব্রুয়ারি বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য যে নির্দেশ দিয়েছিলেন যে রাজ্যের অনুমতি নিয়ে রাজ্যের এক্তিয়ারভুক্ত জায়গায় সিবিআই তদন্ত করতে পারবে ৷ রাজ্যের কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে গেলে তাকে সমন পাঠাতে পারবে সিবিআই ৷ তবে এক্ষেত্রে তল্লাশি অভিযান চালাতে গেলে রাজ্যের অনুমতি নিয়ে রাজ্যের আধিকারিকদের সঙ্গে যুগ্মভাবে তা করতে হবে । সংশ্লিষ্ট এই বিযয়টিতে সিবিআইয়ের আপত্তি থাকায় ফের তারা হাইকোর্টে আবেদন করে ৷ হাইকোর্ট আগামীকাল মামলাটির শুনানির নির্দেশ দেয় ৷

আরও পড়ুন :লালার আবেদন খারিজ কলকাতা হাইকোর্টে

অনুপ মাঝির সঙ্গে এই ছয় কয়লা ব্যবসায়ীর ঘনিষ্ট সংযোগ সূত্র পাওয়ার পরই তাঁকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল সিবিআই । কিন্তু তিনি দেখা করেননি । পুরুলিয়ার নিতুড়িয়া ভামুরিয়া গ্রামের বাসিন্দা অনুপ মাঝি ওরফে লালা বেআইনি কয়লা পাচার থেকে শুরু করে বিভিন্ন রিসোর্ট ব্যবসার সঙ্গেও যুক্ত ছিল বলে অভিযোগ ।

অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআই দপ্তরে হাজিরা এড়ালেও তারপর থেকেই বেপাত্তা কয়লা মাফিয়া লালা। এরপরই 14 ডিসেম্বর নিজের গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাইকোর্টে এফআইআর খারিজের আবেদন জানিয়েছিলেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details