কলকাতা, 7 ডিসেম্বর: গরুপাচার মামলায় মঙ্গলবার সায়গল হোসেন এবং তাঁর পরিবারের 1 কোটি 58 লক্ষ 47 হাজার 490 টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED Attached Assets Worth Over Rs 1.5cr of Saigal Hossain) ৷ মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, গরুপাচারের তদন্তে মোট 32টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তারা ৷
অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) প্রাক্তন দেহরক্ষী সায়গল এই গরুপাচার মামলায় অন্যতম অভিযুক্ত ৷ সায়গলের মাধ্যমেই গরুপাচারের লেনদেন হত বলে তদন্তে জানতে পেরেছেন ইডি আধিকারিকরা ৷ এই গরুপাচার মামলা প্রথম সামনে আসে বিএসএফ কমান্ডান্ট সতীশ কুমারের সম্পত্তি নিয়ে তদন্তের সময় ৷ সেই তদন্তে নেমে সিবিআই সতীশ কুমারের মাধ্যমে এনামুল হক, আনারুল শেখ, মহম্মদ গোলাম মোস্তাফা-সহ একাধিক ব্যক্তির হদিশ পায় ৷ যেখানে কেন্দ্রীয় শুল্ক বিভাগের আধিকারিকদের নামও জড়িয়ে যায় ৷