পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তায় শুয়ে বিক্ষোভ কলেজের ক্যাজ়ুয়াল কর্মীদের, অবরোধ কলেজ স্ট্রিটে - পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়েজ় সমিতি

আজ সকাল সাড়ে 10টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন ক্যাজ়ুয়াল কর্মীরা । তারপর দুপুর আড়াইটে নাগাদ রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। কলেজ স্ট্রিটে যানচলাচল ব্যাহত হয় ।

kolkata college street
kolkata college street

By

Published : Oct 13, 2020, 5:09 PM IST

কলকাতা, 13 অক্টোবর : দীর্ঘদিন ধরেই সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলেজের ক্যাজ়ুয়াল কর্মীরা। 9টি জেলায় চলছে অনশন কর্মসূচি । এই আন্দোলনের অংশ হিসেবেই আজ কলেজ স্ট্রিটে শুয়ে বিক্ষোভ দেখান তাঁরা । প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ । তারপর পুলিশ এসে অবস্থান তুলে দেওয়ায় যানচলাচল স্বাভাবিক হয়।

আজ সকাল সাড়ে 10টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন ক্যাজ়ুয়াল কর্মীরা । তারপর দুপুর আড়াইটে নাগাদ রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। কলেজ স্ট্রিটে যানচলাচল ব্যাহত হয় ।

অবরুদ্ধ কলেজ স্ট্রিট
পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজ়ুয়াল এমপ্লয়েজ় সমিতির সহ সম্পাদক সহদেব ভট্টাচার্য বলেন, "আমরা সকাল সাড়ে 10টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এসে অবস্থান শুরু করি। আমাদের তিনটি দাবি। আমাদের 60 বছরের স্থায়িত্ব দিতে হবে। সমকাজে সমবেতন দিতে হবে। সরকারের আদেশনামা 3998 F(P2) কলেজের ক্যাজ়ুয়াল কর্মীদের ক্ষেত্রেও লাগু করতে হবে।"তাঁদের বক্তব্য, গত বছর 26 থেকে 28 জুলাই পর্যন্ত বিকাশ ভবনের সামনে অবস্থান করার পর বিধানসভায় গিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করলে উনি দাবি মেটানোর আশ্বাস দেন। কিন্তু তারপর এক বছর কেটে গেলেও কোনও পদক্ষেপ করা হয়নি । চলতি বছর 27 ও 28 জানুয়ারি রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কাছে সমিতির তরফে ডেপুটেশন দেওয়া হয় । কিন্তু, তাঁদের দাবি পূরণ হয়নি । তাই আজ কলেজ স্ট্রিটে শুয়ে বিক্ষোভ দেখান পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজ়ুয়াল এমপ্লয়েজ় সমিতির সদস্যরা। প্রায় 1 ঘণ্টা ধরে অবরোধ চলার পর পুলিশ এসে তাঁদের জানান, 144 ধারা জারি থাকায় রাস্তা অবরোধ বা অবস্থান করা যাবে না। প্রথমে উঠতে না চাইলেও পরে অবরোধ তুলে নেন তাঁরা।

ABOUT THE AUTHOR

...view details