কলকাতা, 13 অক্টোবর : দীর্ঘদিন ধরেই সমকাজে সমবেতন সহ একাধিক দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কলেজের ক্যাজ়ুয়াল কর্মীরা। 9টি জেলায় চলছে অনশন কর্মসূচি । এই আন্দোলনের অংশ হিসেবেই আজ কলেজ স্ট্রিটে শুয়ে বিক্ষোভ দেখান তাঁরা । প্রায় এক ঘণ্টা ধরে চলে অবরোধ । তারপর পুলিশ এসে অবস্থান তুলে দেওয়ায় যানচলাচল স্বাভাবিক হয়।
রাস্তায় শুয়ে বিক্ষোভ কলেজের ক্যাজ়ুয়াল কর্মীদের, অবরোধ কলেজ স্ট্রিটে - পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়েজ় সমিতি
আজ সকাল সাড়ে 10টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন ক্যাজ়ুয়াল কর্মীরা । তারপর দুপুর আড়াইটে নাগাদ রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। কলেজ স্ট্রিটে যানচলাচল ব্যাহত হয় ।
kolkata college street
আজ সকাল সাড়ে 10টা থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করেন ক্যাজ়ুয়াল কর্মীরা । তারপর দুপুর আড়াইটে নাগাদ রাস্তায় শুয়ে পড়েন তাঁরা। কলেজ স্ট্রিটে যানচলাচল ব্যাহত হয় ।