কলকাতা, 20 অক্টোবর:তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে 'ক্যাশ ফর কোয়ারি' অভিযোগের প্রতিক্রিয়া দিতে গিয়ে কড়া ভাষায় মন্তব্য করতে শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে ৷ শুক্রবার শহরের এক দুর্গা পুজো অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি সাফ বলেন, "সংসদীয় প্রক্রিয়ায় ঘুষের কোনও স্থান নেই ৷ এই বিষয়ে সংসদীয় এথিক্স কমিটি তার কাজ করছে।"
সংবাদ সংস্থা এএনআইকে ধর্মেন্দ্র প্রধান বলেন, "সংসদীয় প্রক্রিয়ায় ঘুষের কোনও জায়গা নেই। এই বিষয়টি লোকসভার এথিক্স কমিটির সামনে রয়েছে, তারা কাজও করছে। কমিটির সামনে সবকিছু আসুক তারপরই সবকিছু পরিষ্কার হবে ৷" অন্যদিকে, এদিনই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র 'ক্যাশ ফর কোয়ারি' কেলেঙ্কারিতে লোকসভার এথিক্স কমিটির তদন্তকে স্বাগত জানিয়েছেন ৷ একই সঙ্গে মহুয়া বলেন, "এথিক্স কমিটি বা সিবিআই যখন তাঁকে ডেকে পাঠাবে তখন তিনি প্যানেলের প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত।"
এক্স হ্য়ান্ডেলে একটি পোস্টে মহুয়া মৈত্র লিখেছেন, "সিবিআই এবং এথিক্স কমিটি যদি আমাকে ফোন করে তবে আমি তাদের সামনে প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত ৷ তদন্তকে স্বাগত জানাই ৷ কিন্তু আদানি-পরিচালিত মিডিয়া সার্কাস ট্রায়াল বা বিজেপির ট্রোলদের উত্তর দেওয়ার সময় বা আগ্রহ কোনওটাই আমার নেই। আমি নদিয়ায় দুর্গাপূজা উপভোগ করছি। শুভ ষষ্ঠী।"
অন্যদিকে, এর পালটা মহুয়াকে বিঁধেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি এদিন বলেন, "তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এই অভিযোগ অত্যন্ত গুরুতর। আমরা তাঁর এই ধরনের অনৈতিক কাজের তীব্র নিন্দা জানাই। লোকসভার এথিক্স কমিটির উচিত যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করা ৷"