কলকাতা, 9 ফেব্রুয়ারি: জাল নথি দেখিয়ে বালি ও পাথর বোঝাই লরি থেকে কোটি কোটি টাকা তোলাবাজির অভিযোগ বীরভূমের রামপুরহাটে (Allegation for Illegal Money taking from Sand Loaded Lorry) । অর্থ সরকারের ঘরে জমা পড়ছে না । ফলে সরকারের আর্থিক ক্ষতি, অন্য দিকে পাথরের দাম অযথা বেড়ে যাচ্ছে । সরকারি স্ট্যাম্প জাল করে এই কাজ চলছে রমরমিয়ে । প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন কোটি টাকা তোলা হয় ।
সিবিআই তদন্তের দাবি জানিয়ে রামপুরহাট পৌরসভার (Rampurhat Municipality) 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সঞ্জীব মল্লিক মামলা দায়ের করেন । বৃহস্পতিবার এই মামলার শুনানিতে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিলেন, অবিলম্বে এই বিষয়ে আবেদনকারীকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নোটিশ দিয়ে জানাতে হবে । পাশাপাশি বীরভূমের জেলাশাসক ও রামপুরহাট, মুরারই, নলহাটি ও মহম্মদবাজার থানাকেও এই মামলায় যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে । ভূমি সংস্কার দফতরকেও এই মামলায় যুক্ত করা হয়েছে ।
আরও পড়ুন :বালি ও পাথর বোঝাই লরি থেকে টাকা তোলার অভিযোগ, রাজ্যের রিপোর্ট তলব হাইককোর্টের