কলকাতা 4 এপ্রিল: ইসলামপুরের দাঁড়িভিট স্কুলে গুলির আঘাতে দুই ছাত্র মৃত্যুর ঘটনায় দ্বিতীয়বার ময়নাতদন্ত ও সিবিআই তদন্ত চেয়ে মামলা হল কলকাতা হাইকোর্টে ৷ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলা হয় মঙ্গলবার । বিচারপতি মান্থার নির্দেশ, কেনও চার বছর লাগল সিআইডির তদন্ত শেষ করতে ? জানতে চায় হাইকোর্ট । যে পুলিশ আধিকারিকদের ভূমিকা নিয়ে অভিযোগ তাদের সিআইডি জেরা করেছে ? তারা কী জানিয়েছে ? এসপি, স্থানীয় বিধায়ক ও সাংসদ সেখানে ছিলেন । তাদের ব্যাপারে সিআইডি তদন্তে কী পাওয়া গিয়েছে ?
বিচারপতি প্রশ্ন করেন, গুলির খোল ঘটনাস্থল থেকে ইসলামপুর পুলিশ উদ্ধার করলেও সেগুলি সিআইডিকে দেওয়া হয়নি বলে অভিযোগ । কিন্তু কেন দেওয়া হল না ? জাতীয় মানবাধিকার কমিশন তদন্ত করে সিবিআই তদন্তের পক্ষে সুপারিশ করেছে । রাজ্য মানবাধিকার কমিশন প্রথমে পদক্ষেপ করলেও পরে জাতীয় কমিশন এগিয়ে এলে তারা তদন্ত থেকে সরে দাঁড়ায় । এই নিয়ে রাজ্য মানবাধিকার কমিশনের বক্তব্য কী ? তদন্তের কেস ডায়েরি আগামী শুনানিতে জমা দিতে নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার । 19 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছেন তিনি ।