কলকাতা, 28 অক্টোবর: 2014 সালের টেটের প্রশ্ন ভুলের মামলার সমাধান না হওয়ার আগেই কেন 2022-এর টেটের বিজ্ঞপ্তি প্রকাশ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) ৷ সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করেই মামলা দায়ের হল হাইকোর্টে (Calcutta High Court)। উল্লেখ্য, 2022 সালের 29 সেপ্টেম্বর টেট পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যার লিখিত পরীক্ষা ডিসেম্বর মাসে নেওয়া হবে। আগামী 14 নভেম্বর পর্যন্ত টেটে বসার জন্য আবেদন করা যাবে। এর বিরুদ্ধেই দায়ের হয়েছে মামলা।
বিচারপতি জয় সেনগুপ্তের বক্তব্য, যেহেতু আবেদন করার জন্য এখনও পর্যাপ্ত সময় রয়েছে তাই মামলাটি মঙ্গলবার পুজোর ছুটির পরে হাইকোর্টের রেগুলার বেঞ্চে শুনানি হবে। আপাতত অবকাশকালীন বেঞ্চ এই মামলার শুনানি করবে না। এর আগে একই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে প্রথমে বিএডদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়ার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। পরে 2020-2022-এর ডিএলএড পরীক্ষার্থীদেরও কেন সুযোগ দেওয়া হচ্ছে তার বিরুদ্ধেও মামলা দায়ের হয়। যদিও এই দুই মামলাই হাইকোর্টের রেগুলার বেঞ্চে শুনানি করা হবে বলে আগেই নির্দেশ দিয়েছে পুজার ছুটির অবকাশকালীন বেঞ্চ।