কলকাতা, 22 ফেব্রুয়ারি: 2022 সালের টেট (Primary TET 2022) পরীক্ষার একাধিক প্রশ্নে ভুল রয়েছে বলে দাবি করে হাইকোর্টে দায়ের হল মামলা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে (Case filed on 2022 primary TET question error) । শীঘ্রই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।
2022 সালের 13 ডিসেম্বর টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় । প্রায় 7 লক্ষ পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৷ পরীক্ষার পর পর টেটের প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছিল । যদিও পর্ষদের তরফে জানানো হয়েছিল ছাপার ভুল, পরীক্ষার হলে সেটা পরীক্ষার্থীদের জানানো হয়েছিল । তবে ভবিষ্যৎ যাতে এই রকম না হয়, সেই চেষ্টা করা হবে । ইতিমধ্যেই এই পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়ে গিয়েছে ।
মামলাকারীদের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানালেন, 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষায় 6টি প্রশ্নের উত্তরে ভুল ছিল । সেই নিয়ে এখনও মামলার নিষ্পত্তি হয়নি । পরে 2017 সালের টেট পরীক্ষার প্রশ্নে গন্ডগোল ছিল । প্রায় বছর পাঁচেক পরে 2022 এর টেট পরীক্ষা নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ তাতেও ভুল । আসলে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত একটা নিয়োগ সংক্রান্ত পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে পারেনি ।