পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্টেট এইড কলেজ টিচারদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা - শিক্ষক

হাইকোর্টে গেল গবেষক ছাত্রছাত্রীদের সংগঠন ইউনাইটেড স্টুডেন্ট অ্যান্ড রিসার্চ স্কলার অ্যাসেসিয়েশন ৷ তাদের বক্তব্য, "বেতন বাড়ানো হয়েছে কি না তা প্রশ্ন নয় ৷ যাদের যোগ্যতা নেই, তারা কি আদৌ কলেজে শিক্ষক হিসেবে থাকতে পারেন ? UGC নির্ধারিত মান যাদের নেই, তারা শিক্ষক হিসেবে কলেজে পড়াতে পারেন না ৷ এটা UGC নিয়মবিরুদ্ধ ৷"

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

By

Published : Jan 16, 2020, 10:35 AM IST

Updated : Jan 16, 2020, 1:14 PM IST

কলকাতা, 16 জানুয়ারি : কলেজের আংশিক সময়ের অধ্যাপক, চুক্তিভিত্তিক অধ্যাপক ও অতিথি অধ্যাপকদের বেতন বৃদ্ধির বিজ্ঞপ্তি দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর ৷ সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হল ৷ বিচারপতি তপব্রত চক্রবর্তীর সিঙ্গল বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে ৷ চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা ৷প্রসঙ্গত, গত নভেম্বর মাসে আংশিক সময়ের অধ্যাপক, চুক্তিভিত্তিক অধ্যাপক ও অতিথি অধ্যাপকদের স্টেট এইড কলেজ টিচার বলে উল্লেখ করে রাজ্য সরকার ৷

গত বছর 23 ডিসেম্বর উচ্চ শিক্ষা দপ্তর একটি বিজ্ঞপ্তি দেয় ৷ সেখানে জানানো হয়, কলেজের আংশিক সময়ের অধ্যাপক, চুক্তিভিত্তিক অধ্যাপক ও অতিথি অধ্যাপকদের বেতন বাড়ানো হবে ৷ এই সব শিক্ষকদের উচ্চশিক্ষা দপ্তর দু'টো ভাগে ভাগ করেছে ৷ একটি ভাগে রয়েছে এমন শিক্ষক যাদের UGC নির্ধারিত যোগ্যতা রয়েছে ও আর এক ভাগে রয়েছে তারা যাদের UGC নির্ধারিত যোগ্যতা নেই ৷ UGC নির্ধারিত যোগ্যতা আছে ও 10 বছরের বেশি কলেজে শিক্ষকতা করছেন, এই রকম শিক্ষকদের মাইনে 35 হাজার টাকা হবে ৷ আর যারা 10 বছরের কম সময় ধরে পড়াচ্ছেন, তাদের মাইনে হবে 31 হাজার টাকা ৷ যাদের UGC নির্ধারিত যোগ্যতা নেই কিন্তু 10 বছর ধরে পড়াচ্ছেন, তাদের 25 হাজার ও যারা 10 বছরের কম সময় ধরে পড়াচ্ছেন, তাদের 20 হাজার টাকা বেতন হবে ৷ এর বিরুদ্ধে গতকাল হাইকোর্টে যায় গবেষক ছাত্রছাত্রীদের সংগঠন ইউনাইটেড স্টুডেন্ট অ্যান্ড রিসার্চ স্কলার অ্যাসেসিয়েশন ৷ তাদের বক্তব্য, "বেতন বাড়ানো হয়েছে কি না তা প্রশ্ন নয় ৷ যাদের যোগ্যতা নেই, তারা কি আদৌ কলেজে শিক্ষক হিসেবে থাকতে পারেন ? UGC নির্ধারিত মান যাদের নেই, তারা শিক্ষক হিসেবে কলেজে পড়াতে পারেন না ৷ এটা UGC নিয়মবিরুদ্ধ ৷"

UGC-র ঠিক করে দেওয়া যোগ্যতার নিচে কাউকে নিয়োগ করা যায় না

এই ব্যাপারে সংগঠনের তরফে আইনজীবী ফিরদৌস শামিম জানান, "শিক্ষা যেহেতু যৌথ তালিকার বিষয়, তাই কোনও বিষয়ে যদি কেন্দ্র-রাজ্য সংঘাত হয় তাহলে কেন্দ্রীয় আইনই বৈধতা পায় । UGC একটা যোগ্যতা ঠিক করে দিয়েছে । তার নিচে কাউকে নিয়োগ করা যায় না । এর ফলে শিক্ষার মান আরও নেমে যাবে । এই দাবিতেই মামলা করেছেন গবেষক ছাত্রছাত্রীরা ।"

Last Updated : Jan 16, 2020, 1:14 PM IST

ABOUT THE AUTHOR

...view details