পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Case filed against Abhishek: বিচারব্যবস্থাকে নিয়ে মন্তব্য, অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা - Case file in name of Abhishek

বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা সম্পূর্ণ যোগসাজশ কাজ করে করছেন তল্পিবাহক হিসেবে ৷ এরকম মন্তব্যর জেরে আদালতের দ্বারস্থ হলেন আইনজীবী কৌস্তভ বাগচি (Case filed in High Court against)।

Case file in name of Abhishek news
অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে মামলা

By

Published : May 30, 2022, 11:59 AM IST

Updated : May 30, 2022, 1:45 PM IST

কলকাতা, 30 মে : বিচার ব্যবস্থার দিকে প্রশ্ন তুলেছেন, আদালত অবমাননা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দাবিতে আদালতের দ্বারস্থ হলেন আইনজীবী কৌস্তভ বাগচি (Case filed against Abhishek)। দৃষ্টি আকর্ষণ করা হল, বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অজয় কুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে । আদালত অবমাননার দায়ে কলকাতা হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয় অভিষেকের বিরুদ্ধে । দুপুর দুটোয় মামলার শুনানি ।

আরও পড়ুন :‘সীমারেখা লঙ্ঘন’ প্রসঙ্গে তপ্ত রাজ্য-রাজনীতি, রাজ্যপালকে পালটা জবাব অভিষেকের

28 মে শনিবার হলদিয়ার কর্মিসভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, আমার বলতেও লজ্জা লাগে যে, বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা সম্পূর্ণ যোগসাজশ করে কাজ করছেন তল্পিবাহক হিসেবে ৷ কিছু হলেই সিবিআই দিয়ে দিচ্ছে ৷ খুনের মামলায় তদন্ত বন্ধ করে দিচ্ছে ৷ এই ধরনের মন্তব্য আদালত অবমাননাকর বলে আগেই সরব হয়েছিল বিরোধী দলগুলো । এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আইনজীবী কৌস্তভ বাগচি ।

প্রসঙ্গত, শিলিগুড়িতে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) বলেছিলেন, "প্রকাশ্য জনসভা থেকে একজন সাংসদ একজন বিচারপতিকে আক্রমণ করছেন ৷ এসএসসি দুর্নীতি মামলায় যে বিচারপতি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন তাঁকে আক্রমণ করা হয়েছে ৷ সাংসদের এহেন মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ৷ আমি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি ৷ সাংসদ হিসেবে নিজের সীমা অতিক্রম করেছেন উনি ৷" রাজ্যপালের এই মন্তব্যে নাম না-করে এই মন্তব্যের জেরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানান, মানুষ দেখছে, তাঁরা জানানে কে সীমারেখা লঙ্ঘন করছে ৷

Last Updated : May 30, 2022, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details