পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

KMC Election 2021 : কাজরী বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী, সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা - case filed in calcutta high court to know the source of income of Kajari Banerjee

কাজরী বন্দ্য়োপাধ্যায়ের আয়ের উৎস জানতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা (case filed in calcutta high court to know the source of income of Kajari Banerjee)

KMC Elcetion 2021
কাজরি বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কি! সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে মামলা

By

Published : Dec 16, 2021, 4:42 PM IST

Updated : Dec 16, 2021, 10:19 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : কলকাতা পৌরভোটে কালীঘাটে 73 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভ্রাতৃবধূ কাজরী বন্দ্য়োপাধ্যায় ৷ তাঁর আয়ের উৎস জানতে সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা (case filed in calcutta high court to know the source of income of Kajari Banerjee) ৷

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় রাজ্য নির্বাচন কমিশনে হলফনামায়, নিজের সম্পত্তির হিসেব দিতে গিয়ে কাজরী বন্দ্য়োপাধ্যায় নিজেকে পেশায় একজন সমাজকর্মী বলে দাবি করেছেন ৷ জমা দেওয়া হিসেব অনুযায়ী স্থাবর-অস্থাবর মিলিয়ে প্রায় চার কোটি টাকার সম্পত্তির মালিক তিনি ৷ কিন্তু তাঁর এই আয়ের উৎস কী? তা জানতেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন ইমতিয়াজ আহমেদ নামে এক ব্যক্তি। মামলাকারীর প্রশ্ন একজন সমাজকর্মীর এত সম্পত্তি হয় কী করে? এবিষয়ে সিবিআই তদন্তের দাবি করেছেন ওই ব্যক্তি ৷

আরও পড়ুন : মমতার টালির ঘরে কোটিপতি ভ্রাতৃবধূ, পৌরভোটের মনোনয়নে প্রকাশ্যে এল তথ্য

আগামী 19 ডিসেম্বর কলকাতা পৌরভোটের নির্বাচন হওয়ার কথা ৷ কাজরী বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়-এর ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়-এর স্ত্রী । হলফনামায় কাজরী বন্দ্য়োপাধ্যায় কমিশনকে জানিয়েছেন, কালীঘাট ছাড়াও ওড়িশা এবং বোলপুরে একাধিক সম্পত্তি রয়েছে তাঁর ৷ যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি 41 লাখ টাকা। এখানেই শেষ নয়, তাঁর স্বামী অর্থাৎ মমতা বন্দ্য়োপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নামেও রয়েছে একটি বসতবাটি-সহ পাঁচটি সম্পত্তি। যার আর্থিক মূল্য 69 লক্ষ 62 হাজার টাকা। এছাড়াও কাজরীদেবীর নামে সোনা রয়েছে 400 গ্রাম। যার বাজার মূল্য 19 লক্ষ 30 হাজার টাকা। তাঁর হাতে নগদ রয়েছে 56 হাজার 262 টাকা। তাঁর পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা অর্থ, প্রভিডেন্ট ফান্ড, ফিক্স ডিপোজিট, হাতে থাকা নগদ ও সোনা মিলে তাঁর মোট অস্থাবর সম্পত্তি, দু'কোটি 45 লক্ষ 56 হাজার 883 টাকার। আগামী সপ্তাহে মামলাটির শুনানি হতে পারে ।

Last Updated : Dec 16, 2021, 10:19 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details