পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রধান শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ ও নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্তের আবেদন জানিয়ে মামলা হাইকোর্টে - Head master recruitment case

Head master recruitment case: প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগে আপাতত স্থগিতাদেশ ও নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্তের আবেদন জানিয়ে মামলা করা হল কলকাতা হাইকোর্টে ৷

Calcutta High Court
কলকাতা হাইকোর্ট

By ETV Bharat Bangla Team

Published : Dec 4, 2023, 1:43 PM IST

কলকাতা, 4 ডিসেম্বর: তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা নিজে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিতরণ করেছেন । অনিয়ম হয়েছে সেই নিয়োগে ৷ এই অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে । প্রধান শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ ও নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্তের আবেদন জানিয়ে দায়ের করা হয়েছে মামলা । আগামিকাল সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।

পূর্ব মেদিনীপুর দুটো সার্কেলে (এগরা এবং মহিষাদল) নিয়ম মেনে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে । মামলাকারী আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ, কাউন্সেলিং না করে নিয়োগ করা হয়েছে প্রধান শিক্ষককে । পাশাপাশি তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা নিজে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিতরণ করেছেন । তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা নিজে দাঁড়িয়ে যে প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিলি করেছেন, তার প্রমাণপত্রও আদালতে হাজির করবেন বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী ।

এর আগে, গত সপ্তাহে দক্ষিণ 24 পরগনায় প্রধান শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আদালতের নির্দেশ ছাড়া আপাতত ওই জেলায় কোনও নতুন প্রধান শিক্ষক নিয়োগ করা যাবে না । 2023 সালের নিয়োগে স্থগিতাদেশের আবেদন জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের হয়েছিল । নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি, কাউন্সেলিং প্রক্রিয়া মানা হয়নি বলে অভিযোগ করেছেন মামলাকারীর আইনজীবী ।

রাজ্যের বক্তব্য ছিল, জেলা স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিপিএসসি রুলে প্রধান শিক্ষক নিযুক্ত হন শুধুমাত্র বয়স এবং অভিজ্ঞতার ভিত্তিতে । কিন্তু মামলাকারী জানিয়েছিলেন, বাঁকুড়া ও উত্তর 24 পরগনায় কাউন্সেলিং করেই নিয়োগ হয়েছে ।

আরও পড়ুন:

  1. জাতীয় সংগীতের অবমাননা ! তৃণমূলের এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা বিজেপির
  2. স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই চাকরি, হাইকোর্টে চাঞ্চল্যকর তথ্য পেশ সিআইডির
  3. প্রাথমিক নিয়োগ মামলায় দ্রুত চার্জ গঠন করে নিম্ন আদালতে বিচার শুরুর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ABOUT THE AUTHOR

...view details