কলকাতা, 4 ডিসেম্বর: তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা নিজে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিতরণ করেছেন । অনিয়ম হয়েছে সেই নিয়োগে ৷ এই অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে কলকাতা হাইকোর্টে । প্রধান শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ ও নিরপেক্ষ সংস্থা দিয়ে তদন্তের আবেদন জানিয়ে দায়ের করা হয়েছে মামলা । আগামিকাল সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে ।
পূর্ব মেদিনীপুর দুটো সার্কেলে (এগরা এবং মহিষাদল) নিয়ম মেনে প্রাথমিকের প্রধান শিক্ষক নিয়োগ না হওয়ার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে । মামলাকারী আইনজীবী ফিরদৌস শামিমের অভিযোগ, কাউন্সেলিং না করে নিয়োগ করা হয়েছে প্রধান শিক্ষককে । পাশাপাশি তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা নিজে দাঁড়িয়ে প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিতরণ করেছেন । তৃণমূলপন্থী শিক্ষক সংগঠনের নেতা নিজে দাঁড়িয়ে যে প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিলি করেছেন, তার প্রমাণপত্রও আদালতে হাজির করবেন বলে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী ।
এর আগে, গত সপ্তাহে দক্ষিণ 24 পরগনায় প্রধান শিক্ষক নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । আদালতের নির্দেশ ছাড়া আপাতত ওই জেলায় কোনও নতুন প্রধান শিক্ষক নিয়োগ করা যাবে না । 2023 সালের নিয়োগে স্থগিতাদেশের আবেদন জানিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলা দায়ের হয়েছিল । নিয়োগের ক্ষেত্রে নিয়ম মানা হয়নি, কাউন্সেলিং প্রক্রিয়া মানা হয়নি বলে অভিযোগ করেছেন মামলাকারীর আইনজীবী ।
রাজ্যের বক্তব্য ছিল, জেলা স্কুল প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিপিএসসি রুলে প্রধান শিক্ষক নিযুক্ত হন শুধুমাত্র বয়স এবং অভিজ্ঞতার ভিত্তিতে । কিন্তু মামলাকারী জানিয়েছিলেন, বাঁকুড়া ও উত্তর 24 পরগনায় কাউন্সেলিং করেই নিয়োগ হয়েছে ।
আরও পড়ুন:
- জাতীয় সংগীতের অবমাননা ! তৃণমূলের এফআইআরকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা বিজেপির
- স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ না হয়েই চাকরি, হাইকোর্টে চাঞ্চল্যকর তথ্য পেশ সিআইডির
- প্রাথমিক নিয়োগ মামলায় দ্রুত চার্জ গঠন করে নিম্ন আদালতে বিচার শুরুর নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের