কলকাতা, 24 মার্চ: চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের এক শিক্ষকের বিরুদ্ধে ৷ ওই শিক্ষকের নাম দীপক জানা ৷ তিনি বিভিন্ন জনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে পাঁচ থেকে ছ’কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ ৷ শুক্রবার এই বিষয়টি নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কৌস্তভ বাগচী । তাঁর দাবি, ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।
কৌস্তভ জানিয়েছেন, রাজ্যে স্কুলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) তদন্ত করছে সিবিআই । তাই পূর্ব মেদিনীপুরে নিয়োগের নামে যে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তা নিয়ে তদন্তের ভার সিবিআই-কেই দেওয়া হোক (Case filed against school teacher) ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Raja Sekhar Mantha) সিঙ্গেল বেঞ্চ এই মামলার অনুমতি দিয়েছে । আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা আছে ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে জর্জরিত স্কুল সার্ভিস কমিশন (SSC) ও প্রাথমিক শিক্ষা পর্ষদ । নিয়োগের নামে কোটি কোটি টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ । সেই বিষয়ে হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই (CBI) ৷ যে তদন্তে একের পর দুর্নীতি সামনে আসছে । এখনও পর্যন্ত সিবিআই ও ইডি (ED) এই মামলায় 20 জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে । ধৃতদের মধ্যে রাজ্যের মন্ত্রী, শাসক দলের বিধায়ক, শাসক দলের প্রভাবশালী নেতারাও রয়েছেন । পাশাপাশি সম্প্রতি পৌরসভায় নিয়োগেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে । এবার স্কুলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে নতুন সংযোজন দীপক জানা নামে এক ব্যক্তি ।