পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Recruitment Scam Case: চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে, সিবিআই চেয়ে মামলা হাইকোর্টে - ইডি

চাকরি দেওয়ার নামে 5-6 কোটি টাকা তোলার অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের এক শিক্ষকের বিরুদ্ধে ৷ এই নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) ৷ মামলাকারী আইনজীবী কৌস্তভ বাগচী চান যে এই ঘটনার তদন্ত ভারও সিবিআইয়ের হাতে দেওয়া হোক ৷

Calcutta High Court
Calcutta High Court

By

Published : Mar 24, 2023, 3:57 PM IST

মামলাকারী কৌস্তভ বাগচীর বক্তব্য

কলকাতা, 24 মার্চ: চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে পূর্ব মেদিনীপুরের এক শিক্ষকের বিরুদ্ধে ৷ ওই শিক্ষকের নাম দীপক জানা ৷ তিনি বিভিন্ন জনের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে পাঁচ থেকে ছ’কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ ৷ শুক্রবার এই বিষয়টি নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কৌস্তভ বাগচী । তাঁর দাবি, ওই ব্যক্তির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি ।

কৌস্তভ জানিয়েছেন, রাজ্যে স্কুলে নিয়োগ দুর্নীতি কাণ্ডে (Bengal Recruitment Scam) তদন্ত করছে সিবিআই । তাই পূর্ব মেদিনীপুরে নিয়োগের নামে যে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ সামনে এসেছে, তা নিয়ে তদন্তের ভার সিবিআই-কেই দেওয়া হোক (Case filed against school teacher) ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার (Justice Raja Sekhar Mantha) সিঙ্গেল বেঞ্চ এই মামলার অনুমতি দিয়েছে । আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা আছে ।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে জর্জরিত স্কুল সার্ভিস কমিশন (SSC) ও প্রাথমিক শিক্ষা পর্ষদ । নিয়োগের নামে কোটি কোটি টাকা তোলা হয়েছিল বলে অভিযোগ । সেই বিষয়ে হাইকোর্টের নির্দেশে তদন্ত করছে সিবিআই (CBI) ৷ যে তদন্তে একের পর দুর্নীতি সামনে আসছে । এখনও পর্যন্ত সিবিআই ও ইডি (ED) এই মামলায় 20 জনের বেশি অভিযুক্তকে গ্রেফতার করেছে । ধৃতদের মধ্যে রাজ্যের মন্ত্রী, শাসক দলের বিধায়ক, শাসক দলের প্রভাবশালী নেতারাও রয়েছেন । পাশাপাশি সম্প্রতি পৌরসভায় নিয়োগেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে । এবার স্কুলে নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে নতুন সংযোজন দীপক জানা নামে এক ব্যক্তি ।

প্রাথমিক-সহ অন্যান্য নিয়োগে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অনুমান ।
এর আগেও বেশ কয়েকটি অভিযোগ এসেছে বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে । যেহেতু সিবিআই আগে থেকেই তদন্ত করছে, সেই জন্য বিচারপতি সমস্ত মামলাই সিবিআই হাতে পাঠিয়েছেন । এই ক্ষেত্রে কী নির্দেশ দেন বিচারপতি, সেটাই দেখার ৷

এর আগে তৃণমূল কংগ্রেস অভিযোগ করে যে কাঁথি ও মেদিনীপুরের বিভিন্ন জায়গার প্রার্থীদের গ্রুপ-সি সহ অন্যান্য ক্ষেত্রে নিয়োগের জন্য সুপারিশ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ যদিও বিরোধী দলনেতা সেই অভিযোগ খারিজ করেছেন । আপাতত পূর্ব মেদিনীপুরের এই মামলায় সেই ধরনের কোনও যোগ আছে কি না, সেটাও দেখার ।

আরও পড়ুন:প্রোমোটার, টলিউডে যোগ, আইটি সংস্থার পর হোটেল ব্যবসার খোঁজ, অয়নের 'বহুমুখী প্রতিভা'য় অবাক তদন্তকারীরা

ABOUT THE AUTHOR

...view details