কলকাতা, 13 জুন: ভারতীয় সেনার পাকিস্তানি নাগরিক ! এমনই বিস্ফোরক অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হুগলির মগরার বাসিন্দা বিষ্ণু চৌধুরী ৷ মঙ্গলবার সেই মামলার শুনানিতে সিআইডি-কে অভিযোগ দায়ের করে প্রাথমিক তদন্ত করতে বলা হয়েছে ৷ সেই সঙ্গে কেন্দ্র, সিবিআই, আধাসেনা, জিওসি ইস্টার্ন কম্যান্ডকে মামলায় পার্টি করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা ৷ লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভারতীয় সেনায় এই ধরনের অবৈধ নিয়োগ চলছে বলে অভিযোগ করেছেন মামলাকারী ৷
বিষ্ণু চৌধুরী দায়ের করা মামলায় অভিযোগ করেছেন, তাঁর পরিচিত দুই ব্যক্তি মহেশ চৌধুরী এবং রাজু গুপ্ত তাঁরা বর্তমানে ভারতীয় সেনায় নিযুক্ত রয়েছেন ৷ এই দুই সেনাকর্মী 6-8 লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো নথি বানিয়ে সেনাবাহিনীতে নিয়োগ করাচ্ছে বলে অভিযোগ ৷ একইভাবে জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমার নামে দুই পাকিস্তানি নাগরিককে ভারতীয় সেনায় নিয়োগ করানো হয়েছে ৷ এমনকী ওই দুই পাকিস্তানি নাগরিকের আসল নাম কী ? তা কারও জানা নেই বলে মামলায় উল্লেখ করা হয়েছে ৷
মামলাকারী বিষ্ণু চৌধুরী আদালতে জানিয়েছেন, 6-8 লক্ষ টাকার বিনিময়ে ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেট, পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এবং কাউন্সিলরের কাছ থেকেও শংসাপত্র বের করে আনা হচ্ছে ৷ আর পুরো বিষয়টি হচ্ছে টাকার মাধ্যমে ৷ এক্ষেত্রে যে ব্যক্তিকে সেই সব শংসাপত্র দেওয়া হচ্ছে, তারা আদৌ ভারতীয় কি না, তা যাচাই করা হচ্ছে না বলে অভিযোগ ৷ জয়কান্ত কুমার এবং প্রদ্যুম্ন কুমারের নিয়োগ ব্যারাকপুর থেকে হয়েছে বলে অভিযোগ ৷
আরও পড়ুন:বেঙ্গালুরুর আদালতে দোষী সাব্যস্ত দুই পাকিস্তানি লস্কর জঙ্গি-সহ 3