পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে মামলা - রেবা শর্মা

বহরমপুরের বাসিন্দা রেবা শর্মার অভিযোগ, পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ‍্য নিজের ক্ষমতা কাজে লাগিয়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেন ৷ এমনকী নীলরতন আঢ‍্য সরকারি অর্থের অপব্যবহার করেছেন বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টে জনস্বাস্থ্য মামলা করেন ওই মহিলা ৷

Behrampur municipality
জনস্বাস্থ্য মামলা

By

Published : Jun 25, 2020, 2:11 AM IST

কলকাতা, 25জুন : বহরমপুর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ‍্যরবিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টেরপ্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলা দায়ের করেছেন বহরমপুরের বাসিন্দা রেবাশর্মা নামে এক মহিলা । আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা ।

নীলরতন আঢ‍্যর বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ,পৌরসভার চেয়ারম্যান হিসেবে নিজেরক্ষমতা কাজে লাগিয়ে সরকারি প্রকল্পের টাকা আত্মসাৎ করেছেন তিনি । অভাবীদেরবিনামূল্যে বহরমপুর পৌরসভায় দোকানঘর দেওয়ার কথা থাকলেও মোটা টাকার বিনিময়ে তিনিওই দোকানঘর দিয়েছেন তাঁদের । নিজের আত্মীয় পরিজনকে অন্যায়ভাবে অনেক দোকানঘরপাইয়ে দিয়েছেন । কিন্তু পৌরসভার বর্তমান চেয়ারম্যান,পুলিশ সুপার এবং অবশেষে জেলাশাসককেজানিয়েও কোনও লাভ হয়নি ।

রেবা শর্মা জানিয়েছেন,বহরমপুর পৌরসভার কর্মী নিয়োগেরপরীক্ষায় বসলেও তিনি অকৃতকার্য হন এবং খোঁজ নিয়ে জানতে পারেন ভেতরে একাধিক গলদরয়েছে । তার আরও অভিযোগ,নীলরতন আঢ‍্য যখন2018সালে চেয়ারম্যান ছিলেন ৷ ওর ছেলেসুজয় কুমার আঢ‍্য একটি নির্মাণ ব্যবসা চালাত । সেই সময় তিনি বহরমপুর পৌরসভা থেকেবিপুল পরিমাণ অর্থ একাধিক চেকের মাধ্যমে কনস্ট্রাকশন কম্পানির নামে নিয়েছিলেন ।এইভাবে সরকারি অর্থের অপব্যবহার করেছেন তিনি । অবিলম্বে এর তদন্ত করা হোক ।সত্যিটা সামনে আসুক । আদালত অবিলম্বে তদন্তের নির্দেশ দিক ।

ABOUT THE AUTHOR

...view details