কলকাতা, 30 মার্চ : কোরোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বাড়ছে ৷ কিন্তু এখনও পর্যন্ত বাজারে মাস্ক পাওয়া যাচ্ছে না ৷ চলছে কালোবাজারি । ছোটোদের জন্য মাস্ক মিলছে না বাজারে । আর যেগুলি পাওয়া যাচ্ছে , সেগুলি ছোটোরা পড়তে নারাজ ৷ তাই ছোটোদের কথা মাথায় রেখেই ফ্যাশন ডিজ়াইনার অভিজিৎ সাহা নিজেই তৈরি করলেন মাস্ক উইথ মেসেজ ।
বাচ্চাদের জন্য বাজারে এবার কার্টুন মাস্ক - Cartoon masks for children
ছোটোরা কোরোনা ভাইরাসের বিপদ সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল নয় । তাদের মাস্ক পরতে বললেও পরতে চাইছে না । তাই বাচ্চাদের আগ্রহ বৃদ্ধি এবং দৃষ্টি আকর্ষণের জন্য কার্টুন মাস্ক তৈরি করলেন ফ্যাশন ডিজ়াইনার অভিজিৎ সাহা ৷ বিভিন্ন কার্টুন চরিত্র ফুটিয়ে তোলাল পাশাপাশি ছড়াও লেখা আছে মাস্কগুলিতে ৷
ছোটোরা কোরোনা ভাইরাসের বিপদ সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল নয় । তাদের মাস্ক পরতে বললেও , তারা মাস্ক পরতে চাইছে না । তাই বাচ্চাদের আগ্রহ বৃদ্ধি এবং দৃষ্টি আকর্ষণের জন্য কার্টুন মাস্ক তৈরি করলেন অভিজিৎ সাহা ৷ তাঁকে সাহায্য করেছেন তাঁর ভাই তপন সাহা ৷ পেশায় দু'জনেই ফ্যাশন ডিজ়াইনার ৷ তাঁরা মাস্কগুলিতে বিভিন্ন কার্টুন চরিত্র ফুটিয়ে তুলেছে । পাশাপাশি মাস্কের মধ্যে বিভিন্ন কমিক্স এবং ছড়া লিখে বাচ্চাদের সচেতন করে তোলার চেষ্টা করেছেন তাঁরা ৷
লকডাউনের জেরে গড়িয়াহাটে এবং হিন্দুস্থান পার্ক চত্বরে টানা সাত দিন ধরে বন্ধ রয়েছে সব দোকান । আগামী 14 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে ৷ শুধুমাত্র দু'একটি মুদির দোকান এবং ওষুধের দোকান খোলা রয়েছে ৷ এই পরিস্থিতিতে বাচ্চাদের জন্য মাস্ক কিনতে অভিভাবকরা কোথায় বেরোবেন, এইসব ভেবে দুই ভাই মিলে তৈরি করলেন বাচ্চাদের জন্য নতুন ধরনের মাস্ক । আজ সকালে বিভিন্ন কার্টুন এবং কমিক্স লেখা এই মাস্কগুলি নিয়ে এসে এলাকার বাচ্চাদের মধ্যে বিলি করলেন তাঁরা ।